
ধর্ম সূত্রে যে যার মতো প্রাথনা করছেন ভালো কথা ,দেখতেও চমৎকার লাগে।তবে আসলেই কি ইসলামে এভাবে প্রার্থনা করা ইসলাম সম্মত নাকি , ইসলামকে ভুলভাবে উপস্থাপনা করা হলো ?
ঘটনা -
রবিবার সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের। এদিন প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের সকল স্তরের মানুষ। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন শাহরুখ খান (মুছলিম)। ম্যানেজার পুনম দামানিয়ার (হিন্দু) সঙ্গে ‘সুরসম্রাজ্ঞী’কে শ্রদ্ধাজ্ঞলি দিলেনতিনি । এদিন ফুল দিয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। তারপর দু হাত উপরে তুলে আল্লাহুর কাছে লতাজির আত্মার শান্তি কামনা করেন জনাব শাহরুখক। একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকে জোর হাতে প্রার্থনা করতে দেখা গেল। নেটিজেনরা ধন্য ধন্য করছেন এই ছবির।
আমার জানা মতে (ধর্মের বিশেষজ্ঞ নোই ,জন্ম সূত্রে মুছলিম ) - কোনো ভিন্নধর্মীর মৃত্যুতে আল্লাহর কাছে আত্মার শান্তির জন্য প্রার্থনা করা যায় না।
কোরআন বলে - ‘নবি ও মুমিনদের উচিত নয়; মুশরেকদের জন্য মাগফেরাত (ক্ষমা) কামনা করে, যদিও তারা আত্মীয় হোক; একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী।’ (সুরা তাওবাহ : আাত ১১৩)
কুরআনুল কারিমের আয়াতে এ বিষয়টি সুস্পষ্ট যে, যদি কেউ ঈমানহীন হওয়ার কারণে সুস্পষ্ট জাহান্নামী হয়, যদি সে আত্মীয়ও হয়; তথাপিও তার জন্য মৃত্যুর পর দোয়া করা যাবে না। কাউকে দোয়া করতে বলাও যাবে না। কেননা তা সুস্পষ্ট হারাম। আর যারা হারাম কাজ করবে বা হারাম কাজে উৎসাহিত করবে, তারা হবে সুস্পষ্ট গোনাহগার।
ধর্মকে বিকৃত করা চরম অপরাধের কাজ। আল্লাহ সবাইকে হেদায়েত দেন করবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



