
মহান আল্লাহ ভালো জানেন। পবিত্র কোরআন থেকে আমরা যতটুকু জানি তা হলো -(সূরা আহযাব : ৫৯) আল্লাহ বলেছেন -
তরজমা : হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নূর : ৩১)আল্লাহ বলেছেন -
তরজমা : তারা যেন গ্রীবা ও বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে। ...
(সূরা নূর : ৩১) আল্লাহ বলেছেন -
তরজমা : (হে নবী!) মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তা ছাড়া নিজেদের আভরণ প্রদর্শন না করে।
এমন অনেক তরজমা ,বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং হবে। ব্যাখ্যায় দুই ধরণের মতামত বর্ণনা করা হয়েছে।
একপক্ষ বলেছেন হিজাব করতে হবে নিকাব সহ (মুখমন্ডল ঢাকা থাকবে)
অপর পক্ষ বলেছেন হিজাব করতে হবে নিকাব (মুখমন্ডল ঢাকা)না করলেও চলবে ,অর্থাৎ নিকাব করা বা না করা ব্যাক্তির ইচ্ছা ,নিকাব করা বাদ্ধতা মূলক নয়।
উপরের কোরআনের আয়াত গুলিতে কোথাও বলা হয় নাই ,মুখমন্ডল ঢাকতে হবে। তাই আমার মনে হয় - নিকাবের সহায়তায় অনেকে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় , মূল্য দিতে হয় প্রকৃত মুছলিম মা বোনদের ,আবার অনেক সময় মুছলিম মা বোনদের মুখ ঢাকার কারণে হেনস্থা করা হয় ,তাই সর্বস্তরে নেকাব না করাই যুক্তিযুক্ত।
আমার ভুল হলে ,আল্লাহর হেদায়েত চাই। আল্লাহু আকবর ,আল্লাহ ভালো জানেন।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



