
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে মহিশূরের একটি বেসরকারি কলেজ। ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা কলেজ শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এদিন কলেজের মুসলিম ছাত্ররা ক্লাস বর্জন করে মুসলিম ছাত্রীদের হিজাবের অনুমতি দাবি করে।
পরে বেসরকারি কলেজটির কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ডেসকোড পরিবর্তনের ঘোষণা দেয় এবং মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে কলেজের ঢুকার অনুমতি দেয়।
অন্যদিকে, কর্নাটক রাজ্যের আদালত হিজাব নিয়ে পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বারণ করেছে।
Field Marshal KM Cariappa College, Madikeri Gallery



সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



