আমিই প্রতিনিধি.. আমি সাক্ষী হয়ে আছি মহাকালের... যুগান্তরের আবর্তে অসহায় এক নীরব দর্শকের মত.. যার দৃস্টি সীমানা বিস্তৃত গোটা মহাবিশ্বে.. ঘূর্নীবাতাস সৃস্টি করতে পারে নি কোন বিভ্রান্তি কিংবা প্রবন্চনা..
আমি দেখেছি মৃত্যু, দেখেছি যুদ্ধ, মহামারি, সারি সারি লাশ, আমি দেখেছি ধর্ষিতার ক্রন্দনরত মুখ, সন্তানহারা মার আর্তচিত্কার.. আস্তাকুঁড়ে কুকুর আর মানুষের খাবার ভাগাভাগি... দেখেছি শাষকের নির্লজ্জ দালালী, নিপীরিত জনগন
হ্যা, আমিই প্রতিনিধি.. আবহমান ঘন ঘটার প্রতি পর্যায়েই আমার বিচরন। না ! কোন নায়ক কিংবা খলনায়ক হয়ে নয়, শুধুই দর্শক হয়ে.. বদলাতে পারিনি কিছুই। সাক্ষী হয়ে আছি মাত্র....
প্লিজ আমাকে ক্ষমা করবেন...
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




