কি স্বাভাবিক ভাবেই না আমরা খবর গুলোকে গ্রহন করছি ! কখনো নিন্দা প্রকাশ করছি ! তারপর ভুলে যাচ্ছি..
স্বামি তার স্ত্রীর চোখগুলো গেলে দিচ্ছে...
পরকীয়ার বলি হয় শিশু সন্তান...
শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করছে তারপর তা ভিডিও করে ব্ল্যকম্যাইল করছে...
অক্ষমতার কথা বলে বিদেশী কোম্পানির কাছে তুলে দেয়া হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ...
পুলিশ পিটিয়ে মাথা ফাটাচ্ছে জনপ্রতিনিধির...
ট্রাক উল্টে নির্মম মৃত্যু হল অর্ধ শতাধিক শিশুর...
সভ্য সমাজে আমরা বসবাস করি। সমাজ ব্যবস্থাও আছে আমাদের। গনতন্ত্র!
মুক্ত বুদ্ধির চর্চা হয় এখানে... বুদ্ধিজীবিদের অভাব নেই। দেশ সেবায় রাজনীতিবিদ গন নিবেদিত প্র্রাণ। গালভরা আশ্বাস- সোনার বাংলা হবে, দেশ উন্নত হবে, নারীর ক্ষমতায়ন হবে...
আরো আছে এনজিও গোষ্ঠী... বিদেশ থেকে সাহায্য আসা কারি কারি টাকা দিয়ে চড়া সুদে বানিজ্য করে পেট ফুলাচ্ছে। দেখার কেউ নে্ই।
মিডিয়া বিক্রি হয়ে গেছে টাকওয়ালাদের কাছে... সুবিধাবাদী সাবেক বামপন্থীরা সেসবের কর্তা ব্যক্তি। সত্য কখনো মিথ্যা হয়, মিথ্যা কখনো সত্য !
বিচারপতি গনের রায় কিনতে পারা যায় ত্রান ভান্ডারের টাকা দিয়ে।
অর্থনীতি নির্ভর করে শেয়ার বাজারের জুয়া খেলার উপর, প্রকৃত উৎপাদনের উপর নয়। বাজারে পন্যের দাম বাড়ে মজুতদারী আর কালোবাজারীর কারসাজিতে, চাহিদা-যোগানের ভিত্তিতে নয়।
সরকার আর প্রশাসনে চলছে ভানুমতির খেলা। মন্ত্রীদের বালখিল্যতা একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে।বিদ্যুৎ, বন্দর, প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবি করলে বেদম পিটুনি খেতে হয়, বিডিয়ার হত্যার বিচার চাইলে জেলে যেতে হয়।
প্রধান বিরোধীদল এখন নপুংশক। বাড়ি, পুত্র, তত্বাবধায়ক সরকার এগুলোই হল তাদের কাছে ইস্যু।
আহ্ !!
চল্লিশ বছরে সোনার বাংলা এখন শ্মশানের চিতায় পুড়ছে... বাক্তি মানুষকে গ্রাস করেছে লোভ। ভোগবাদ মানুষকে অন্ধ করে দিয়েছে। মৃত্যু ভয় থেকে সরে এসে মানুষ মুনাফার পেছনে ছুটছে। সমাজ চলছে মানুষেরই বানানো ব্যবস্থা দিয়ে। লুটপাটের এক বৈধ লাইসেন্স যেন।সব কিছু কেই হালাল বানানো যায়। তাহলে আর ক্ষোভ কিসের? কেনই বা এত প্রতিবাদ? শিক্ষা প্রতিষ্ঠানে শেখনো হয় টাকা কামানোর কৌশল, মূল্যবোধ তো শেখানে শিক্ষা দেয়া হয় না।তাহলে আমরা কেন শুধু শুধু আমাদের সন্তানদের কাছ থেকে মানবতা আশা করব? তারা চুরি করবে, ধর্ষণ করবে, দেশ কে বিদেশের হাতে তুলে দিবে এতে ত আশ্চর্য হবার কিছু নেই।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ ভোর ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




