বন্দি দিন বন্দি রাত্রি
নিভৃচারী/দ্রোহী
একে একে সবই জমা দিলাম
ঘড়ি বেল্ট মানি ব্যাগ টাকা
যা যা তারা জমা চাইল
তাররপর চলল উর্পযুপরি দেহতল্লাশী
স্থানে স্থানে একবার দু'বার কতবার
ইয়াত্তা নেই, অত:পর
এই অনির্দিষ্ট বন্দি জীবন
আমার এবং আরও অনেকের
সন্ত্রাস দমনের এটাই কার্যকর উপায়
তারা ভাবে - এমনই বেকুব
যে, যা কিছুর ভয়ে তারা ভীত কম্পমান
যা তাদের অন্তরে ত্রাস
সেইসব তারা খুঁজে পায় নাই
নাহ্!
আমি আমার
বিশ্বাস- চিন্তা- আদর্শ
ওদেরকে এখনও জমা দেই নাই...
১৮আগস্ট, ২০১০
রাত ১:৫০/ ৯০ সেল
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১১ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




