বন্দি দিন রন্দি রাত্রি
নিভৃতচারী/ দ্রোহী
ওদের জব্দ তালিকায়
ছিল কিছু ভয়ংকর মারণাস্ত্র
অরো ভাল করে বল্লে- মানে
বিস্তারিত বিবরণই যদি দেই
তো অস্ত্রের নমুনা এই-
একটি সাদামাটা মোবাইল (আমার)
কয়েকটা সাদাকালো ম্যাগাজিন
কয়েকটি নিষিদ্ধ (?) ফোল্ডার
দু'বছরের পুরোনো- তাতে পাশ্চাত্যের
অর্থনীতির ভরাডুবি বিষয়ক
কিছু আর্টিকেল- ইংরেজী এবং বাংলায়
(ব্যাপক বিধ্বংসী অস্ত্রই বলা যায়!)
নেট থেকে ডাউনলোড প্রিন্ট করা
একটি সিরাত গ্রন্থ (জিহাদী বই?!)
একটি ব্যাক্তিগত ব্যাবহারের ল্যাপটপ
আর কয়েকটা ড্রাইভার সিডি
এবং এই সকল অস্ত্র সমেত আমি...
তো বলুন আমার চেয়ে ভয়ংকর সন্ত্রাসী আর হয়?!?
১৮আগস্ট ২০১০
রাত ১:২০/ ৯০ সেল
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১১ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




