বলা হচ্ছে, মার্কিন মুলুকের এ শতাব্দীর সবচেয়ে আলোচিত বিয়ে হতে যাচ্ছে এটি। এক সপ্তাহও বাকি নেই সেই বিয়ের। হ্যাঁ, ৩১ জুলাই বিয়ে হচ্ছে ক্লিনটন দম্পতির একমাত্র মেয়ে ছোটবেলার ‘কুচ্ছিত হাঁসের ছানা’ থেকে সুন্দরী নারী হয়ে ওঠা চেলসির।
সিয়াটল থেকে মিয়ামি, নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস—সব জায়গায় এখন এই বিয়ে নিয়ে আলোচনা।
বিয়েবাড়িতে কেমন সাজসজ্জা হবে, কী পরিমাণ উপহারসামগ্রী আসতে পারে, সেসব আলোচনা তো আছেই। তবে এখন সবকিছু ছাপিয়ে উঠেছে বিয়েতে কে কে দাওয়াত পাচ্ছেন সেই আলোচনা।
খুব সাম্প্রতিক সময়ের সাবেক প্রেসিডেন্ট বলে বিল ক্লিনটনের মেয়ের বিয়েতে দাওয়াত পাওয়ার আশা করতে পারেন অনেকেই। কিন্তু বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের আত্মীয়স্বজন ছাড়াও বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর তো ইয়ত্তা নেই। কাজেই সবাইকে নিমন্ত্রণ করা সম্ভবও নয়। এটা বুঝেই এখন পর্যন্ত দাওয়াত না পাওয়া অনেকেই আশা ছেড়ে দিয়ে নাকি হতাশ হয়ে পড়েছেন। হতাশার সঙ্গে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।
বিল ক্লিনটনের ঘনিষ্ঠ এক ধনী বন্ধু নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘পুরো দেশ চষে বেড়ানোর জন্য বিলকে নিজের উড়োজাহাজ ধার দিয়েছি, অথচ সেই বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার যোগ্যতা হলো না।’
রাজনৈতিক বিশ্লেষক হ্যানক শেইনকপফ ১৯৯৬ সালে বিল ক্লিনটনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচনের সময় প্রচার সহযোগী ছিলেন। ৩০ বছর একসঙ্গে রাজনীতি করেছেন। অথচ আমন্ত্রণ পাননি। দুঃখ করে তিনি বলেছেন, ‘ক্ষমতাবান লোকজনকে ঘনিষ্ঠ ভাবা খুবই বিপজ্জনক। অনেক সময়ই এ ঘনিষ্ঠতা সত্য নয়।’
তবে শেইনকপফ এ-ও বলেন, ‘ক্লিনটন দম্পতি তাঁদের মেয়ের গোপনীয়তা রক্ষায় সব সময়ই সচেষ্ট ছিলেন। তাই যাঁরা এ বিয়েকে কেন্দ্র করে সাবেক প্রেসিডেন্টের সাহচর্য পেতে চান, তাঁদের জন্য কোনো লাভ হবে না।’
ধনকুবের জন কেটসিমেটিডিস ক্লিনটন দম্পতির নির্বাচনী প্রচারণায় লাখ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছেন। নিমন্ত্রণ না পেয়ে তিনি বলেছেন, ‘বিয়ের আর মাত্র সপ্তাহ খানেক বাকি। এখনো আমন্ত্রণপত্র পৌঁছায়নি। ফলে ধরেই নেওয়া যায়, আমি আমন্ত্রিতদের মধ্যে নেই।’
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লবিংও শুরু হয়েছে। কেননা, চেলসির বিয়েতে থেকে ক্লিনটন দম্পতির সঙ্গে ঘনিষ্ঠতা প্রমাণ করা অনেকের কাছেই মুখরক্ষার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আমন্ত্রণ না পেয়ে কেউ কেউ অবশ্য রাজনৈতিক কায়দায় মন্তব্য করছেন, ‘বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে।’ জন কেটসিমেটিডিস তাঁদেরই একজন। তিনি বলেন, ‘এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। এমনকি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানও নয়।’
নিউইয়র্ক সিটির অদূরে রাইনব্যাক এলাকায় আগামী শনিবার হবে বহুল আলোচিত এ বিয়ে। ইহুদি বন্ধু মার্ক মেজভিনস্কিকে (৩২) বিয়ে করছেন চেলসি (৩০)। বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে খুবই নিয়ন্ত্রিত ও পারিবারিকভাবে। দেশ-বিদেশের মাত্র ৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাঁদের বেশির ভাগই বর-কনের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজন।
দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে চলছে মান-অভিমানের পালা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।
ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।