প্রতিটা বছর ঘুরে ঘুরে আসে জন্মদিনটা
আজ আমাদের সামহোয়ারইন বল্গের বিশেষ ব্লগার ... আমাদের সহব্লগার জানা আপার জন্মদিন। কেউ যদি শুভ জন্মদিন বলে ... ভালই লাগে কিন্তু
মেসবাহ য়াযাদ আমাদের সহ ব্লগার ... অনেক আড্ডাইছি তার সাথে... আজ তারও জন্মদিন ... শুভ জন্মদিন মেসবাহ ভাই... রায়হান ভাইয়ের পোস্ট... মেসবাহ য়াযাদের জন্ম দিন / ঘরে ঘরে মিলাদ দিন এবং অন্যরকমের পোস্ট আজকে মেসবাহ য়াযাদ ভাইয়ের জন্মদিন!!!!!!
দুজন প্রিয় মানুষের জন্মদিনের পার্টিকে সামনে রেখেও খুশি হতে পারছি না ... জন্মদিন অনেকেরি মনে কোন খুশির সংবাদ বয়ে আনেনা... তাদেরি একজন শাশ্বত সত্য... আজ বার বার মনে পরছে শাশ্বত সত্যর কথা। আমদের শাশ্বত সত্যর জন্মদিন আজ। কি করছে শাশ্বত এখন? ও কি কেক কাটতে পারছে? কখনো কি আমাদের মতো দাড়েয়ে হৈচৈ করতে পারবে?
শাশ্বত হয়তো হাসপাতালের বেডে শুয়ে নিজের জীবনের দুর্ভোগের কথাই ভাবছে। এতটা অসুস্থতা নিয়ে আর যাই হোক আনন্দ করা হয় না
শাশ্বত ভালো হয়ে ওঠো আমার ভাই ... এই ব্লগের পক্ষ থেকে তোমাকে জানাই অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা... এই ব্লগবাসির ভালবাসায় তুমি নিশ্চয় আবার ফিরে আসবে আমাদের মাঝে... সেই আসায় বসে আছি
আমরা তোমাকে অনেক ভালবাসি
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




