স্বজন হারানোর ব্যাথা বড়ই কত কষ্টের তা সবাই কম বেশি জানেন, কেইন বা হঠাৎ করে স্বজন হারানোর কথা বলছি, আসলে শখের বসে বলছি না বলছি কষ্টে। খবর হলো জাহাঙ্গীরনগর কর্তৃপক্ষ সড়ক দ্বীপের গাছগুলোকে কেটে ফেলেছে। তাও আবার ছুটির দিনে, যখন সবাই ঈদের আনন্দে, ত্যাগের মহিমায় অপ্লুত ঠিক তখনই কিছু উন্মাদ কুড়াল হাতে ঝাপিয়ে পড়েছে কিছু গাছের ওপর, কোথায় গেলো ত্যাগের মহিমা, নেই নেই কিছুই নেই সবই ধাপ্পাবাজি।
আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের বড়একটা অংশের প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি আছে এই গাছগুলোকে নিয়ে, কতদিন এই গাছগুলোকে ধরে দাড়িয়ে থেকেছি, ছায়ায় বিশ্রাম নিয়ে, বন্ধু-বান্ধবীরা বসে এর নীচে আড্ডা দিয়েছি। এখন ভাবতেই বুকের ভিতরটা কেমন যানি মোচরিয়ে ওঠে ঐ গাছলোকে আর দেখতেও পাবো না।
জাবি কর্তৃপক্ষ বলছে এক্ষানে তারা ফুলের বাগান করবে, কিন্তু আমার প্রশ্ন যে গাছগুলো ছিলো সেগুলো কী অসুন্দর ছিলো খুব, কুৎসিত ছিলো, নাকি আমাদের দেখার সমস্যা, দৃষ্টিভঙ্গীর সমস্যা, নাকি সমস্যা অন্য কোথায়, আসলে আমাদের মোনটাকে সাদা করা প্রয়োজন আগে...........................................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




