শরীর টা খারাপ । জ্বর জ্বর লাগতেছে । ঘুমাইছি গতকাল দুপুর ১:০০ টায় আর উঠলাম এখন (মানে রাত ৪:০০) ; সর্বমোট একটানা ১৫ ঘন্টা । দুপুরে আর রাতে খাওয়া হয় নাই (ঘুমিয়ে ছিলাম)
বাইরের হোটেলগুলা বন্ধ ! অবশ্য রাত ৪:৪০ এ কে আর আমার জন্য হোটেল খোলা রাখবে ? রুমে ও দেখলাম খাবার কিছু নাই ; অন্তত মুড়ি টুড়ি থাকলে ও আপাতত পেটে জামিন দিতাম ! ভাগ্যিস পানির পটে পানি আছে !
গোসল করতে ইচ্ছে করতেছে কিন্তু গায়ে তো জ্বর !
আরেক সমস্যা হলো - সিঙ্গেল রুমে থাকি । আশপাশে মশা মাছি ছাড়া আর কোনো সঙ্গী সাথী নাই যে অন্তত মাথায় পানিপট্টিটা দিয়ে দিয়ে দেবে !
সবকিছু অসহ্য লাগতেছে । চোখ দিয়া গরম পানি বের হচ্ছে । ইচ্ছা করতেছে নিজের মাথাটা বাড়ি দিয়ে ভেঙ্গে ফেলি :-((
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১১ ভোর ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


