জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, বর্তমানে বাংলাদেশ ইতিহাসের এক চরম সাংবিধানিক সঙ্কটকাল অতিক্রম করছে। সরকার দেশের প্রকৃত সমস্যা থেকে মুখ ফিরিয়ে সম্পূর্ণ অবাস্তব-অবান্তর ও অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছে। ধর্মভিত্তিক বা ইসলামী রাজনীতি নিষিদ্ধ এবং সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মুছে ফেলে তদস্থলে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আইনমন্ত্রী যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাতে গোটা জাতি চরম উদ্বিগ্ন ও উত্কণ্ঠিত। তারা বলেন, মুসলমানদের রাজনীতি কোরআন-সুন্নাহর নাজনীতি। এই রাজনীতি বন্ধের অধিকার কারও নেই।
খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরিয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, ইসলামী পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুুল মুবিন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান, নায়েবে আমির শাইখুল হাদিস মুফতি সোলায়মান নোমানী, আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, কাজী মাওলানা আবদুল মজিদ, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুুল হান্নান আল-হাদী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির মাওলানা আইনুল ইসলাম, মোহাম্মদ আজম খান, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা হেদায়েতুল্লাহ বাশার, আবদুল আহাদ নুর প্রমুখ। গোলটেবিল পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী। লিখিত বক্তব্যে মাওলানা আহমাদুল্লাহ আশরাফ বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। রাজনীতি ইসলাম ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। মুসলমানদের ধর্মীয় রাজনীতি হচ্ছে কোরআন-সুন্নাহর রাজনীতি। এতে বাধা দেয়া মানে তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার শামিল। ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে হলে পবিত্র কোরআনের রাজনীতি সংক্রান্ত আয়াত ও হাদিসসমূহ নিষিদ্ধ করতে হবে (নাউযুবিল্লাহ)। এ অধিকার কোনো সরকার, পার্লামেন্ট ও আদালতের নেই। অধ্যক্ষ মাওলানা ইসহাক বলেন, আওয়ামী লীগ যা বলে করে তার উল্টো।
বাংলার জমিনে কেউ ইসলামী রাজনীতি বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইসলামকে ঝেড়ে ফেলে। আবার ক্ষমতা থেকে বাদ পড়লে ইসলামী দলগুলোকে টানতে চায়। তিনি বলেন, শেখ হাসিনা আরও পাঁচবার জন্ম নিলেও পঞ্চম সংশোধনীর আগে ফিরে যেতে পারবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


