প্রথম যেদিন তুমি আমায় ছুঁয়ে দিয়েছিলে
আমি কেঁপে উঠেছিলাম এক অজানা শিহরণে,
আমার প্রত্যেকটি অংগ-প্রত্যংগ জেগে উঠেছিল
অনুভব করেছিলাম তোমার স্পর্শ মাতাল সমীরণে।
তারপরও বহুবার তুমি ছুঁয়েছো আমায়
জড়িয়ে নিয়েছো বুকে পরম ভালোবাসায়,
তবুও ভুলিতে পারিনি প্রথম ছোঁয়ার স্বাদ
সেই স্মৃতি বারবার হাতছানি দেয় আমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




