
আমায় যদি তুমি এনে দাও এক টুকরো চাঁদ,
বুকভরা প্রেমে দেবো ভরিয়ে জীবনের সব স্বাদ আহ্লাদ।
জ্বী,হ্যা, ছবির কালো ত্রিভুজ অংশটি চাঁদ থেকে নিয়ে আসা একখন্ড শিলা।
সবাই এটার ছোঁয়া নিচ্ছে তাই সুযোগটি গ্রহন করতে আমিও কার্পণ্য করলাম না।

রাইট ব্রাদার্স

প্রথম বাই প্লেন


ইঞ্জিনযুক্ত বিমান।


রোটারী প্রপেলড বিমান।

রোটারী ইঞ্জিন।

টারবাইন ইঞ্জিন।

টারবাইন যুক্ত জেট ইঞ্জিন।

রকেট যুগে পদার্পন।



রকেট এ্যাপোলো - ১১

রকেট এ্যাপোলো - ১১ এর ইঞ্জিন।

রকেট ইঞ্জিনের এক্সষ্ট।

রকেটের ফুয়েল বার্নিং চেম্বারের বহিরাংশ।

ক্যাপসুল - এটাতে চড়েই নভোচারীরা মহাশূন্য থেকে আমাদের পৃথিবীতে ফিরে আসেন। এটা প্রচন্ড তাপ সহনীয় পদার্থ দিয়ে তৈরী। বায়ুর ঘর্ষনে এর বহিরাঙ্গের কয়েকটি স্তর জ্বলে যায়। প্রচন্ড তাপ সহনীয় না হলে এটা উল্কার মত জ্বলে গিয়ে শূন্যে ছাই হয়ে যেতো।

সোলার পাওয়ার চালিত রোভার স্কাউট। মঙ্গল গ্রহের তথ্যানুসন্ধানে এরকমই একটা পাথফাইন্ডার পাঠানো হয়েছিলো।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


