মামা এলো বিদেশ থেকে সেই কত সালে- ঠিক মনে নেই, তবে তখনও আমার স্কুলেও যাওয়া হয় নি। সেই বয়সে আমার প্রথম কনে দেখা - মামীকে কি যে সুন্দর লাগছিল। মামার বিয়ে হলো, মামীকে নিয়ে বিদেশে চলেও গেলো - কিন্তু মামীর অনিন্দ্যরূপটা রয়ে গেল নের মধ্যে। মামীর কথা মনে হত প্রায়ই। একদিন এক আশ্চর্য্য গল্প, গল্পের মূহূর্তের কাহিনী চিত্রহয়ে মগজে এবং চোখে জেগে উঠল।
কি এক কারনে সবাইকে জড়ো করা হয়েছে এক খোলা মাঠে।আকাশ থেকে একটা কিছু পড়বে মাথার উপর, তার শাস্তি মৃতু্য বাকী সবার জন্য বেচে থাকবার অনন্ত অধিকার। কিন্তু সমস্যা হলো গল্পটায় প্রত্যেকে তার বউকে কোলে নিয়ে আসবে - এবং প্রত্যেকটি বউই নগ্ন। আমি সেদিন মামাকে দেখেছিলাম আমার ঐ াীকে নগ্নকোলে অবস্থায়।
মামীই ছিলো আমার কল্পনার প্রথম নগি্নকা। শুধু নিরাভরন মামীকে মামার শ্বান্তনার (বড়রা ছোটদের যেভাবেআদর করে)
আদর পর্যন্ত আমি কল্পনা করেছিলাম। এর অধিক কিছুর কল্পনার দেশের কথা আমার মধ্যে জেগে ওঠে নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


