যে মাস্টারবেড করে সে অন্ধ হয়ে যাবে ...
কারন চোখ বন্ধ হয়ে যাবে ...
কারন চোখ বন্ধ করে দেখার আনন্দ
চোখ খুললে আর দেখতে পাবে না ...
পাবে না পাবে না পা বে না ----
আমরা তখন ভেসে যাচ্ছিলাম ... ডুবে যাচ্ছিলাম ..
ধর্মীয় নিষেধ ছিল বয়সের হাতছানির চেয়ে অনেক ফ্যাকাসে।
চটিবাসর রাত বসতো রিপনের ছাদের চিলেকোঠায়। কবিদের সাথে চিলেকোঠার সম্পর্কতো শেকড়ের। বেশিরভাগ কবিভাগ্যে চিলেকাঞ্চনযোগ না ঘটলেও রিপনের কপালটা বেশ প্রশস্ত এখানে। তো সেই ঘরে বেশ ডাশা সাহিত্য পাঠ অনুষ্ঠান জাকিয়ে বসেছে .. ইলাষ্ট্রেটেড মলাটে বড় বড় করে লেখা কামরাঙা - ীন বেড়ের বই নিয়ে মনির গেল বাথও“মে আর আসার খবর নেই। এমন সময় খোজ পড়ল ঠিক সেই বইটারই – বইতো নেই।
এমন সময় বই হাতে মনির ফিের আসলে স্বভাবকবির মুখ দিয়ে বের হয়ে আসে এ পংক্তিমালা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


