গ্রাম থেকে আসা প্রাইভেট ইউনিভর্াসিটিতে
অধ্যায়নরতা নেশাখর অধিকাংশ ছাত্রি
টিউশন আর নেশার টাকা যোগানে দেহ ব্যাবসায় লিপ্ত
কখন যে হয়েছে তারা দোযখের যাত্রি।
এরা সৎ-মানুষের দাবিদার।
সুপরিকল্পত ভাবে প্রতারনা করে বিয়ে
অনুমুতি ছারা উলঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল আার
পূর্বপরিকল্পত ব্যাবসা এদের কাবিনের টাকা নিয়ে।
ছদ্দবেশি মিথু্যক প্রতারক সেই
গ্রাম থেকে আসা অধিকাংশ ছাত্রি
নিজেরই সাজানো নাটকের পটভূমি
মায়ের জাতির সহানুভূতি নিয়ে
দাবি করে এরা নাকি সতি সাবিত্রি।
দোষিকে দোষি প্রতারককে প্রতারক
বিস্বাসঘাতককে বিস্বাসঘাতক বললে হয়না কোন পাপ।
মির্জাফরকে সনাক্ত করেই মুক্ত আজ বাংলা
এবার যে তোমােদর পালা, এ সমাজের অভিষাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




