ফেনী প্রতিনিধি, সংবাদ২৪.নেট : ফেনীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফয়েজ আহমদ (৩৫) নামে এক যুবকের লাশ নিহতের শ্বশুর বাড়ির পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সওদাগরবাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ফয়েজ আহমদ লাশ উদ্ধার করে।
নিহত ফয়েজ আহমদ ফেনী পৌরসভার মধ্যম মধুপুরের এলাকার আলী আশরাফের ছেলে।
নিহতের পিতা আলী আশরাফ জানান, শনিবার বিকালে ফয়েজ শশুরবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল আবছার জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তিনি আরো জানান, নিহতের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
আজ পুরুষ নির্যাতন দমন থাকলে এতক্ষনে ঠিকিই শশুর বাড়ির লোকজনকে নিয়ে মামলা হত। এতক্ষনে টিভিতে, দেশের বড় বড় পত্রিকায় লিখা লিখি হত।
ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




