মেয়েটি আমার বন্ধুর বন্ধু। এ ধরনের মানুষের সাথে না মিশাই শ্রেয়। মেয়েটির বাড়ি বাংলাদেশর উত্তরে। মেয়েটি এতই হিন মনের যে সে কি করতে চেয়েছিল অডিওটি শুনলেই বুঝতে পারবেন।
মেয়েটি ছেলেটিকে কল করে বলেছিল ওর বউকে তালাক দিয়ে মেয়েটিকে বিয়ে করার জন্য। সংসার রক্ষার ভয়ে ছেলেটি মাঝে মাঝে কল করে মেয়েটির সাথে সম্পর্ক রেখেছে। মেয়েটি ছেলেটিকে ওর বাসায় আসতে বলেছিল কিন্তু ছেলেটি আসেননি। ছেলেটি মেয়েটির বাসায় যাবে বলে মনেও হয় না। ছেলেটির সাথে দেখা করি এবং আমার বন্ধু ছেলেটিকে অডিওর কথা বলে এবং আরো জানায় যে মেয়েটি দেশে এসে ২ লাখ টাকাও খরচ করতে রাজি ছেলেটির ক্ষতি করার জন্য। ছেলেটি বললো এসব নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। "ও অসভ্য দেখেই ওকে আমি বিয়ে করি নাই। প্রেমের সম্পর্কও শেষ করে জীবন সাথি হিসাবে বর্তমান স্ত্রী গ্রহন করি।" - ছেলেটি জানায়।
আমি কারো নাম বা বয়স উল্লেখ করি নাই। এ ব্লগে অনেকেই ফেসবুক থেকে সরাসরি ছবি, কাজের ঠিকানা, নানা কিছু পোষ্ট করেছেন সে গুলো ব্লগের নীতিবিরোধি।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




