যখন কোন মায়ের সন্তান হারিয়ে যায়। মা সারা জিবন বসে থাকেন সেই সন্তানের আশায়। এই বুঝি আমার বুকের ধন ফিরে আসবে আমার কোলে। এরকম এক মার সাথে দেখা হয়েছিল। উনি এখনো অপেক্ষায় আছেন সন্তানের অপেক্ষায়। উনার বড় মেয়ের কাছ থেকে জানতে পারলাম উনি নাকি এখনো সেই সন্তানের স্বপ্ন দেখেন। সন্তানের হারিয়ে যাবার বয়সকে ঘিরে মায়ে সব স্বপ্ন। মাঝে মাঝে মা হটাৎ কেদে উঠেন সন্তানের জন্য। আসলে উনার কস্ট দেখে শ্রধ্বায় উনাকে মাই ডাকতে মন চাইলো।
এখন ইউ এস এ -তে ইলেকশনের সময়। অনেকগোলো বিষয় আছে যার মধ্যে অ্যাবশর্োন নিয়ে নারীবাদিরা খুব উঠে পরে লেগেছে। বিষয়টি নিয়ে তেমন ভাবিনি কিন্তু সেদিন নিচের ছবিট ফেইসবুকে দেখে বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠলো।
নিজের জিবন সঠিক ভাবে গরে তুলতে নারীবাদিরা এখন চান মানুষ খুনের আইন এর পরে আর কি বাকি থাকে। শিশুগুলোকে মায়ের পেটে বেড়ে উঠতে দিলে ঠিক এরকম শিশুর মত হত ।
আসুন নির্মম এ দুনিয়ায় যারা এধরনে কাজ করে তাদেরকে কঠোর ভাবে সমাজ থেকে নিঘৃত করি।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




