ওই দিন তুমি আমাকে অভিমানী বলেছিলে.....
মাঝে মাঝে বল, আমি নাকি দিন দিন বাচ্ছা বাচ্ছা হয়ে যাচ্ছি ......
যদিও তোমার ফ্রেন্ডরা বলে আমি নাকি ম্যাচুরড টাইপের।
কিন্তু আমার তো খুব ইচ্ছে করে, তোমার ওই সাদাকালো সমুদ্রে হারিয়ে যেতে ।
ইচ্ছে করে, নীল সমুদ্রের সৈকতে তোমার হাতটা ধরে সূর্যের অস্ত যাওয়া দেখতে
পাহাড়ের চূড়ায় বসে হিম শিতল বাতাশে ভরা জোস্নাস্নান করতে ।
তোমার হেয়ালীপনা আমাকে কিছু সময়ের জন্য অবাক করে দেয়
মনে হয় , তুমি বোধহয় আমায় ভালবাস না......
আর ঠিক তখনি তোমার প্রতি আমি আরো দুর্বল হয়ে পড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




