সুখ থাকলে শয়তানে কিলায়। অনেকই বলে সুখে থাকলে ভূতে কিলায়। ভূত দেখার অনেক ইচ্ছেছিলো এমন কি অনেক জায়গা ভূতের সন্ধানে করেছি কিন্তু কখনো ভূতের সাক্ষাৎ মিলেনি। আর শয়তান না দেখলেও কিছু মানুষের শয়তানি দেখেছি এমনকি এখনো দেখে যাচ্ছি । যেখানে মানুষের মাঝে শয়তান বিভিন্ন পন্থায় তার কাজ চালিয়ে যায়।
ধর্মীয় গ্রন্থকারে বলা হয়েছে শয়তানকে দেখা যায় না। তবে শয়তানের অস্ত্র হচ্ছে, প্রতারণা, মিথ্যা ছলনা, প্রবঞ্চনা, কুসংস্কার এমনকি আরো অনেক ধরনের অস্ত্র রয়েছে তার নাম বলতে পারছিনা,,,,,,,,,,,,,,,,,যদিও তাদের ভালো ভাবে চিনতে পেরেছি । শয়তানের ক্লান্তিহীন প্রচেষ্টা এমন কাজ করে তাকে যা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আনন্দ পায়। এই সমস্ত্য কিছু শয়তানি মানুষের কারণে হেয় প্রতিপন্ন হয় একটি সুন্দর সমাজ।