
#কোকাকোলা এবং পেপসি পৃথিবীর প্রতিটি দেশে বিক্রি হয় শুধু মাত্র উত্তর কোরিয়া ছাড়া।
#আপনার সমস্যার কথা অন্য মানুষ কে বলা বন্ধ করুন,কারণ ২০% মানুষ তাতে কান দিবে না, বাকী ৮০% এই ভেবে খুশি হবে যে আপনি সমস্যায় আছেন।
#১ টি টেক্সট, ১টি গান,১টি মিথ্যা,১টি ভুল, ১টি শব্দ,১ টি সত্যি, ১জন মানুষ ১সেকেন্ডে আপনার মুড পরিবর্তন করে দিতে পারে।
#আপনি যখন একা থাকেন তখন আগের ঘটা ঘটনা নিয়ে ভাবেন,তারপর আপনি দুশ্চিন্তা করেন,অনুতপ্ত হন তারপর বিষন্ন (Depressed) হয়ে পরেন।
# চায়না তে আমেরিকা থেকে বেশি ইংরেজি বলা লোক বাস করে।।
#অলসতার একটি ফ্যাক্ট#১২৬৯৮৬৪৯০.....আপনি এতই অলস যে এই সংখ্যাটা আপনি পুরো পড়লেন না।
#এমিনেম ,লেডিগাগা, মেগান ফক্স, লিয়ামপেইন, টেইলর সুইফট,জাস্টিন বিবার, ডেমি লোভেটো এরা সবাই শিশু নির্যাতনের শিকার।
#পৃথিবীতে আপনার মতো দেখতে আরো ৬ জন মানুষ আছে , যাদের সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা ৯%।
#আপনি যদি কোন আলোচনায় উপস্হিত ব্যাক্তির নাম মনে রাখেন এবং তার নাম ধরে বলেন, তারা আপনাকে বেশী পছন্দ করবে।
#কোন একজন আপনার সামনে কিভাবে অন্য একজন মানুষ সম্পর্কে কথা বলে সেটা ভালো ভাবে খেয়াল করুন, কারণ সে ঠিক একই ভাবে আপনার সম্পর্কে অন্য আরেক জনের কাছে বলবে।
#আপনি যখন হতাশ হয়ে পরবেন তখন ভাবুন আপনিই সেই শুক্রাণু যে জয়ী হয়েছিলো।
# মাত্র ৭০% মানুষ এই ধাঁধার মানে পেরেছে ,2+2=Fish, 3+3=Eight,7+7=Triangle.
সবশেষ আমার প্রিয় একটি :আজকে দিন শেষে কি হবে এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নেই,কারণ অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে আগামীকাল শুরু হয়ে গেছে।
সূত্র:https://twitter.com/Fact

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




