জীবনে কত বার ভয় পেয়েছি?
অকেনবার তাতে কোনো সন্দেহ নাই।
তবে কোনো ভয় পাওয়া মুহূর্তেরই ছবি তোলা নেই।
শুধু একবার কিছু ছবি তুলে রেখেছিলো আমার ভাতিজা ।
সখ করে ভয় পাওয়ার সেই ছবিগুলি দেখেন.....
গত ডিসেম্বারে গিয়েছিলাম থাইল্যান্ডের পাতায়াতে। সেখানে প্যারাসুইং না ড্রাইভিং যেন বলে, তাতে ভয়ে ভয়ে চড়ে ছিলাম।
দূরে সাগরের বুকে প্যারাসুট উড়ছে।
এখান থেকেই শুরু হয় প্যারাসুটের উড়া।
নাইলে দাঁড়ানো শেষ ব্যাক্তি আমি।
ভয় পাইনাই কিন্তু!!
এবার আমার পালা.......
উড়ার সময় ভাতিজা আর কোনো ছবি তোলে নাই।