ফুলের নাম : লাল শাপলা বা রক্ত কমল।
বৈজ্ঞানিক নাম: Nymphaea Pubescens [নিম্ফিয়া পিউবেসেন্স]
ইংরেজী নাম : Red Water Lily, Nymphaea Rubra
ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া, মানিকগঞ্জ
তারিখ : ২৫/১১/২০১৬ ইং
লাল শাপলা বা রক্ত কমল শাপলা পরিবারের একটি জলজ উদ্ভিদ। এই প্রজাতির জলজ উদ্ভিদকে বাংলা ভাষায় শাপলা, হিন্দিতে কোকা এবং সংস্কৃত ভাষায় কুমুদা বলা হয়।
লাল শাপলা বা রক্ত কমল নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় এলাকার স্বল্প গভীর জলের হ্রদ ও পুকুরে জন্মে। সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীনের ইউনান প্রদেশ, তাইওয়ান, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে শাপলা ফুটতে দেখা যায়।
এই ফুলের অনেকগুলি লাল রং এর পাপড়ি থাকে। এরা সাধারণত রাতে ফোটে। এদের গোলাকার ফল হয়, ফলে অনেকগুলো ছোট ছোট বীজ হয়। বীজ গুলি পরিপক্ক হলে বাচ্চাদের কাঁচা খেতে দেখা যায়। শোনা যায় এই বীজগুলি থেকে এক ধরনের খৈ তৈরি করা হত। খাওয়া যায়।
সূত্র : উইকি
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯