বাংলা নাম : নীল হুড়হুড়ে
ইংরেজি নাম : ফ্রেঞ্জেড স্পাইডার, পারপেল ক্লেওম
বৈজ্ঞানিক নাম : Cleome rutidosperma
ছবি তোলার স্থান : আড়াইহাজার, নারায়নগঞ্জ।
তারিখ : ২৮/১০/২০১৬ ইং
নীল হুড়হুড়ে গুল্ম জাতীয় এবং শাখাপ্রশাখাযুক্ত এক ধরনের সপুষ্পক উদ্ভিদ। এরা ১৫ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। গাছের কান্ডের শাখাপ্রশাখাগুলি কৌনিক ভাবে বিস্তৃত এবং এদের পাতাগুলি ত্রিপত্রী। পাতাগুলি খানিকটা হীরকাকৃতির হয়।
নীল হুড়হুড়ে প্রধানত ক্রান্তিয় আফ্রিকাজাত হলেও এই প্রজাতিটিকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার ক্রান্তিয় জলাজমিতে প্রচুর পরিমানে দেখা যায়। আমাদের দেশে বাড়ির লনে, পথের ধারে, আগাছাদের সাথে এদের দেখা যায়।
নীল হুড়হুড়ে ফুলগুলি ছোট আকারের, প্রায় ১৫ মিলিমিটার। ফুলের রং বেগুনী রঙের। পাপড়িগুলির বিন্যাস উপরের দিকে থাকে এবং তার মধ্যে গর্ভকেশর এবং গর্ভরেণু সুসজ্জিত থাকে।
সূত্র : উইকি
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৭