শিরোনামে ভুল আছে, ভুলের দিকে নজর দিয়েন না। নজর দেন এই টপিকে শেয়ার করা ফুলের নাম আর তাদের ছবির দিকে।
এই টপিকে মোট ১৩টি ফুরের ছবি আমি শেয়ার করবো যাদের সকলের বাংলা নাম চাঁপা। প্রায় প্রতিটি ফুল দেখতে ভিন্ন ভিন্ন রকমের। অনেকের জাতও ভিন্ন ভিন্ন, তবে প্রতিটি ফুলের নামের সাথে আছে চাঁপা শব্দটি।
১৩ ফুলের মধ্যে ৪টি ফুলের ছবি তুলেছি আমি বিভিন্ন সময় বিভিন্ন যায়গাতে গিয়ে। বাকি ছবিগুলি নেয়া হয়েছে গুগল মামার সাহায্যে নেট থেকে কুরিয়ে। তাহলে এবার চাপাবাজি বন্ধ করে চাঁপাফুলের ছবি দিচ্ছি দেখেন একে একে।
ফুলের নাম : অপরূপ চাঁপা
অন্যান্য নাম : কানাঙ্গা
ইংরেজি ও কমন নাম : cananga tree
বৈজ্ঞানিক নাম : Cananga odorata
ফুলের নাম : কনকচাঁপা
অন্যান্য নাম : রামধনচাঁপা
ইংরেজি ও কমন নাম : Mickey Mouse Plant, Ramdhan Champa, Golden champak
বৈজ্ঞানিক নাম : Ochna squarrosa
ছবি : নিজ
ছবি তোলার স্থান : বোটানিক্যালগার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০২/০৪/২০১৭ ইং
ফুলের নাম : কাঁঠালীচাঁপা
অন্যান্য নাম : কাঁঠালচাঁপা
ইংরেজি ও কমন নাম :
বৈজ্ঞানিক নাম : Artabotrys odoratissimus
ফুলের নাম : গোলকচাঁপা
অন্যান্য নাম : গুলঞ্চচাঁপা, কাঠচাঁপা, কাঠগোলাপ, গুলাচি, গোলাইচ, চালতাগোলাপ, গরুড়চাঁপা
ইংরেজি ও কমন নাম : Frangipani
বৈজ্ঞানিক নাম : Plumeria
ছবি : নিজ
ছবি তোলার স্থান : নুহাশ পল্লী
ছবি তোলার তারিখ : ৩১/০৮/২০১৭ ইং
ফুলের নাম : গোলাপী ভুঁইচাঁপা
অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম : Rosy Rain lily, Rose Fairy Lily, Rose Zephyr Lily, pink rain lily
বৈজ্ঞানিক নাম : Zephyranthes rosea
ফুলের নাম : জহুরিচাঁপা
ইংরেজি ও কমন নাম : egg magnolia
বৈজ্ঞানিক নাম : Magnolia liliifera
ফুলের নাম : ডুলিচাঁপা
অন্যান্য নাম : নাগ চম্পক
ইংরেজি ও কমন নাম : Wild Magnolia
বৈজ্ঞানিক নাম : magnolia pterocarpa
ফুলের নাম : দোলনচাঁপা
অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম : Butterfly Ginger Lily, White Ginger Lily
বৈজ্ঞানিক নাম : hedychium coronerium
ছবি : নিজ
ছবি তোলার স্থান : রামকৃষ্ণ মিশন সাটুরিয়া
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৭ ইং
ফুলের নাম : ভুঁইচাঁপা
অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম : Indian crocus, peacock ginger, round-rooted galangale.
বৈজ্ঞানিক নাম : kaempferia rotunda
ফুলের নাম : সুলতানচাঁপা
অন্যান্য নাম : পুন্নাগ
ইংরেজি ও কমন নাম : Alexandrian laurel, balltree, beach calophyllum, beach touriga, beautyleaf, Borneo-mahogany, Indian doomba oiltree, Indian-laurel, laurelwood, red poon, satin touriga.
বৈজ্ঞানিক নাম : Calophyllum inophyllum
ফুলের নাম : স্বর্ণচাঁপা
অন্যান্য নাম : স্বর্ণচম্পা
ইংরেজি ও কমন নাম : champak
বৈজ্ঞানিক নাম : Michelia champaca
ফুলের নাম : হিমচাঁপা
অন্যান্য নাম : উদয়পদ্ম
ইংরেজি ও কমন নাম : Laural magnolia, Magnolia, Southern magnolia
বৈজ্ঞানিক নাম : Magnolia grandiflora
ফুলের নাম : মুচকুন্দচাঁপা
অন্যান্য নাম : কলাচম্পা,
ইংরেজি ও কমন নাম : Maple-leaved Bayur, Bayur Tree, Dinner Plate flower, Banana peels flower, karnikara tree,
বৈজ্ঞানিক নাম : Pterospermum acerifolium
ছবি : নিজ
ছবি তোলার স্থান : বলধা গর্ডেন, ওয়ারী, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং