গতকাল বিকেল ৩টায় আমরা বাসা (বাড্ডা) থেকে বের হই। যাব নাগরি। পথে রাথুরা পার হয়ে যেতে হবে।
দিন কতক আগে Abdul Ohab Tamal ভাই এর কল্যানে জানতে পারি রাথুরায় একটি পদ্ম বিল আছে। কিছু ছবিও দেখেছি। ছবি দেখে বুঝা যায়নি বিলটা আসলে এতো বড় হবে। আমার ধারনা ছিল বড়সর কোন পুকুর হতে পারে।
ঐ পথে রাথুরা হয়ে নাগরি পর্যন্ত আমাদের প্রচুর যাতায়াত। তাই এবার ঢুদিয়ে যায়গাটা চিনে নিতে গেলাম। চোখ জুড়িয়ে গেলো।
এলাকার মেম্বার সাহেব ও উনার ছেলে সহযোগিতার চূড়ান্ত করেছে। আপ্পায়নের জন্য বেশ পিরাপিরি করেছেন। কিন্তু আমাদের আবার নাগরি যেতে হবে বলে দেড়ি করিনি। কথা দিয়ে এসেছি আরেকদিন বাচ্চা-কাচ্চাদের নিয়ে যাবো উনার বাড়িতে।
ধান ভানতে শিবের গীত হয়ে গেলো।
বি.দ্র. আমাদের শহুরেদের কিছু অনৈতিক আচরন আর মন্তব্য গ্রামের এই সব আন্তরিক মানুষ গুলিকে কষ্টদেয়।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩