বাবুল আমার বাড়ির হ্যাল্পিং হ্যান্ড। স্বাস্থে সে তালতাপার সেপাই। তালকানা স্বভাবের সাথে আছে তিলকে তাল করার ক্ষমতা, যদিও ওর কথার সাথে কেউ তাল দেয় না, কারণ অল্পতেই ও তালগোল পাকিয়ে ফেলে। দিন কয় আগে তাল পাঁকা গরমে ঘামতে ঘামতে আমার আছে এসে বললো, তালই মস্ত এক তাল নিয়া আসছে। তালকানা বাবুল তাল পায়নি ওটা তাল নয় তরমুজ।
দিন কয়েক আগে তাল সম্পর্কে কিছু তথ্য খুঁছতে গিয়ে দেখলাম তাল নিয়ে বেশ কিছু বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন আছে। এদের সংখ্যা নেহায়েত কম নয়। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে দেখে নেই তাল নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
১। তালগাছে বাবুইয়ের বাসা, নেড়া মাগীর দেখ তামাসা।
২। তালগাছে বাবুইয়ের বাসা, ভাতার মারি দেখ তামাসা।
৩। তালগাছের আড়াই হাত।
৪। তাল ঘষলে গন্ধ, নেবু ঘষলে হয় তিতা।
৫। তালতলা দিয়েও কি পথ চলনি?
৬। তাল ডিঙিয়ে কাল করা।
৭। তাল তেঁতুল কুল, তিনে বাস্তু নির্মুল।
৮। তাল তেঁতুল দই, বৈদ্য বলে ওষুধ কই।
৯। তাল তেঁতুল বাবলা, কি করবে দুধুমুখী একলা।
১০। তাল তেঁতুল মাদার, তিনে দেখায় আঁধার।
১১। তাল পাকলেই শাল।
১২। তালের ঘা যেন শালের ঘা।
১৩। তালপাতার কুঁড়ে, ঝড়ে গেল উড়ে।
১৪। তালপাতার ছায়া।
১৫। তালপাতার সেপাই।
১৬। তাল প্রমাণ বাড়ে দুঃখ, তিল প্রমাণ কমে।
১৭। তাল বাড়ে ঝোপে, খেঁজুর বাড়ে কোপে।
১৮। তাল বাবলা ছুঁচো বোঁচা, এই চার নিয়ে মুড়োগাছা।
১৯। তাল যদি হল কাত, বার বছরে দেখে এক রাত।
২০। তালের চটা, বাঁশের গোটা।
২১। তিল থেকে তাল।
২২। ভাদ্র মাসের তাল।
২৩। তাল হারিয়ে লাউয়ে চাপড়।
২৪। এখন কি আছে সে সব কাল, এখন লাউতে চাপড় হারিয়ে তাল।
আরো কিছু আপনার জানা থাকলে শেয়ার করতে পারেন।
=================================================================
আরো দেখতে পারেন -
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ