ছবি তোলার স্থান : ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৯/২০১৪ ইং
আমাদের দেখা হোক মহামারী শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।
আমাদের দেখা হোক জীবণু ঘুমালে,
আমাদের দেখা হোক সবুজ সকালে।
আমাদের দেখা হোক কান্নার ওপারে,
আমাদের দেখা হোক সুখের শহরে।
আমাদের দেখা হোক হাতের তালুতে,
আমাদের দেখা হোক ভোরের আলোতে।
আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে,
আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে।
আমাদের দেখা হোক আগের মত করে।
আমাদের দেখা হোক সুস্থ শহরে...
----- সায়ন দাশ -----
ছবি তোলার স্থান : শ্রীমঙ্গল, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০১/২০২০ ইং
চলো এখনো সময় আছে বেড়িয়ে পড়ি
ফেলে রেখে সব পিছু টান
ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে
সব বাঁধা সব বেবধান...
শুধু চলার জন্য চলা যাক না
ভুলে গিয়ে গন্তব্য.
আমি আমার পথের গান গাইছি তুমি
তোমার গানটা ধরতো
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলতো
----- অঞ্জন দত্ত -----
ছবি তোলার স্থান : ডিম পাথর, থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ ইং
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে গো।
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে গো।।
আজিকে মহাসাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে
ঝরা–পাতা হারায় যথা, সেই আঁধারে ভাস্তে গো।।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : পেঁচার দ্বীপ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
রেজুখাল ব্রিজ
ছবি তোলার স্থান : রেজুখাল, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
এই পথ যদি না শেষ হয়..... ০১
এই পথ যদি না শেষ হয়..... ০২
এই পথ যদি না শেষ হয়..... ০৩
এই পথ যদি না শেষ হয়..... ০৪
এই পথ যদি না শেষ হয়..... ০৫
এই পথ যদি না শেষ হয়..... ০৬
=================================================================
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ দুপুর ২:০৫