গত জানুয়ারি মাসের ২ তারিখে গিয়েছিলাম উত্তরবঙ্গ ভ্রমণে বিবি-বাচ্চাদের নিয়ে। ৩ তারিখ সকালে বিরামপুরের কাছেই রতনপুরে গিয়েছিলাম রতনপুর জমিদার বাড়ি বা রখুনি কান্ত জমিদার বাড়ি দেখতে। জমিদার বাড়ি দেখা শেষে গ্রামের ভিতর দিয়ে একটি শটকাট পথ ধরেছিলাম স্বপ্নপুরীতে যাওয়ার জন্য।
শটকাট পথের সন্ধানের তালে পরে জমিদার বাড়ির থেকে ২ কিলোটিমার দূরে ধনজুরি ক্যাথলিক চার্চ এর কথা গেছি ভুলে। চার্চটি দেখা হয়নি, তবে যাবার পথে হঠাত করে সামনে পরে যায় একটি খ্রিষ্টান কবরস্থান (Christian Cemetery)। খ্রিষ্টান কবরস্থানটির নাম দক্ষিণ সাহাবাজপুর খ্রিষ্টান কবরস্থান। পথের ধারেই বড় একটি খেলার মাঠের শেষ প্রান্তে খ্রিষ্টান কবরস্থানটির অবস্থান। সিএনজি থেকে মেনে পায়ে পায়ে এগিয়ে গেছি খ্রিষ্টান কবরস্থানের কাছে। সম্ভবতো কিছুদিন আগেই বড়দিন চলে যাওয়ার খ্রিষ্টান কবরস্থানটিতে যত্নের ছাপ স্পষ্ট হয়ে আছে। কয়েকটি ছবি তুলে আবার পথ ধরেছিলাম স্বপ্নপুরীর।
[img|https://i.ibb.co/BTg8P8H/UBV-02-12.jpg