গক কয়েকদিন ধরেই ঢাকা সহ দেশের অনেক যায়গাতেই প্রচন্ড গরম ছিল। সেই গরম শেষে এখন প্রায় এসে গেছে শক্তিশালী বৃষ্টিবলয় রিমঝিম।

বৃষ্টিবলয় কি?
আমরা দেখতে পাই গরমকালে গরম পড়ে, কিন্তু তাপপ্রবাহ শুরু হলে গরম একটু বেশি পড়ে।
তেমনি ভাবে বর্ষাকালে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টিবলয় চালু হলে বৃষ্টি অনেক বেশি হয়। সেই বেশি বৃষ্টি হওয়ার সময়টুকুকেই বৃষ্টিবলয় বলা হয়।
বৃষ্টিবলয়কে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন-
বিচ্ছিন্ন বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকে।
আংশিক বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের কিছু নির্দিষ্ট এলাকাতেই বৃষ্টি দিবে।
পুর্ণাঙ্গ বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে সারাদেশের প্রায় ১০০% এলাকাতেই কমবেশি বৃষ্টি হবে।
স্থানিয় বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের একটি ছোট বা বড় স্থানেই কেবল বৃষ্টি হবে।
বৃষ্টিবলয়ে বৃষ্টিপাতের পরিমানের উপর ভিত্তি করে বৃষ্টিবলয়কে কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করা যায়।
দুর্বল বৃষ্টিবলয় : ১ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
মাঝারি বৃষ্টিবলয় : ২১ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
ভারি বৃষ্টিবলয় : ৫১ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
অতিভারী বৃষ্টিবলয় : ১৫১ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
প্রবল বৃষ্টিবলয় : ২৫১ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
মহা বৃষ্টিবলয় : ৪০১ থেকে ৬০০+ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
যাইহোক এবারে বৃষ্টিবলয় রিমঝিম সম্পর্কে বালা যাক।
এবারের প্রবল শক্তিশালী বৃষ্টিবলয়ের নাম করণ করা হয়েছে রিমঝিম। এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়। বৃষ্টি বলয় রিমঝিমের কারণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।
রিমঝিম বৃষ্টি বলয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- আকাশ মেঘলা, একটানা বৃষ্টি অথবা ঘন ঘন বৃষ্টি ।
BWOT সূত্র মতে ১৫ই জুন থেকে ৩০শে জুন ২০২২ পর্যন্ত পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের প্রায় সকল এলাকায় বৃষ্টি বর্ষণ করবে রিমঝিম। এই বৃষ্টি বলয়টি ৩ ধাপে
বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।

প্রথম ধাপে দেশের উত্তর ও উত্তর পূর্ব দিকের এলাকায় বেশি সক্রিয়।
দ্বিতীয় ধাপে দেশের দক্ষিণ অঞ্চল ও চট্টগ্রাম বিভাগে বেশি সক্রিয়।
তৃতীয় ধাপে আবারও উত্তর বঙ্গের অনেক এলাকায় সক্রিয় হতে পারে।
এক্ষেত্রে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি কমবেশি চলমান থাকতে পারে।
সবচেয়ে বেশি আক্রান্ত হবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ।
সবচেয়ে কম আক্রান্ত হবে খুলনা বিভাগ।
কম সক্রিয় এলাকায় বৃষ্টির পরিমান ও ঘন ঘন বৃষ্টিপাত কম দেখা যাবে।
মেঘেদের গতিপথ এক এক সময় এক এক দিকে থাকবে। তবে বেশিরভাগ সময় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পশ্চিম হতে পূর্ব দিকে হবে।
রিমঝিমের কারণে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে।
দেশের বাকি এলাকায়ও একটানা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে কম সংখ্যক দিন।
বৃষ্টিবলয় রিমঝিমের কারণে দেশের নিচু এলাকার বন্যা পরিস্থিত আরও অবনতি হতে পারে।
বৃষ্টিবলয় রিমঝিম চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না। ফলেও গরম কমে গিয়ে বেশ কিছুটা আরাম পাওয়া যাবে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


