বইয়ের নাম : নিষাদ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : মিসির আলি বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : ১৯৮৯
প্রকাশক : প্রতীক প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৭২ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
মনির নামে একটি যুবক মিসির আলির সাথে দেখা করতে আসে। সে একটি অদ্ভূত কথা বলে। ছোট বেলায় তাঁর বাবা কবিরাজের ভুল চিকিৎসায় অ্যাপেন্ডিসাইটিসের কারণে মারা যায়। সে স্কুল থেকে এসে দেখে তাঁর বাবা অসুস্থ, পেটে ব্যথা। খবর দেয়া হয় কবিরাজকে। কবিরাজ এসে একটা টোটকা বানিয়ে দেয়। তাতে কাজ না হওয়ায় ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে পরীক্ষা করে দেখেন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। অপরেশন করতে হবে, কিন্তু ততোক্ষণে ডাক্তার চলে গেছেন শহরে। ফলে তার বাবা মারা যায়।
এবার মনির দাবি করে সে একদিন রাতে ক্লান্ত অবস্থায় হঠাৎ করে সে তাঁর সেই শৈশবের দিনটিতে উপস্থিত হয়। সে বুঝতে পারে এখন কবিরাজ নয় বরং ডাক্তার দরকার। ডাক্তার না হলে তাঁর বাবা মারা যাবে। মনির কাউকে কিছু না বলে দৌঁড়ে হাসপাতালে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার অ্যাপেন্ডিসাইটিসের অপরেশনের জন্য হাসপাতালের আরেকজন ডাক্তারকে একটি চিঠি লিখে মনিরের হাতে দেন যাতে তাঁরা অপরেশনের জন্য তৈরি হয়ে থাকতে পারে। মনির সেই চিঠি নিয়ে দৌঁড়ে যাবার সময় মাথায় আঘাত পেয়ে পরে যায়। তখনই সে দেখে যে মনির তাঁর বর্তমানে ফিরে এসেছে। তাঁর হাতে ডাক্তারের সেই চিঠি।
মিসির আলি নানান ভাবে চেষ্টা করেও এই রহস্যের কোনো সমাধান করতে পারলেন না। মিসির আলি খুঁজে খুঁজে সেই ডাক্তারকে বের করলেন। ডাক্তার তাঁর হাতের লেখা চিনতে পারলেন, মনির আর মনিরের বাবাকেও চিনলেন। কিন্তু হাতের লেখা তাঁর হলেও চিঠিটি তিনি লেখেনি।
এরমধ্যে আরেকদিন মনির তাঁর এক কলিগের বাসায় কলিগের মেয়ের সামনে বসে খাওয়ার সময় ভিন্ন আরেক জীবনে চলে যায়। সেই জীবনে তাঁর বাবা জীবিত আছেন। মনির একটা বড় চাকরি করে, আর তাঁর কলিগের মেয়েটিকেই বিয়ে করে সুখে সংসার করছে।
মিসির আলি মনিরকে পরামর্শ দেয়ে চেষ্টা করে সেই জীবনে ঢুকতে আর সেখান থেকে পত্রিকা বা অন্য কিছু হাতে করে আনতে। মনির পরের বার অন্য জীবন থেকে তাদের বিয়ের একটি ছবি নিয়ে আসে।
মিসির আলি ধারনা করেন পাশাপাশি অনেকগুলি জগৎ বা জীবন বহমান। একটা সাথে অন্যটার সামান্য পার্থক্য আছে। হয়ত ইশ্বর অসীম সংখ্যক জগৎ পাশাপাশি বহমান রখেছেন। বিচিত্র কোনো কারণে কোনো ভাবে মনির তার বিভিন্ন জগৎগুলিতে চলে যেতে পারছে। এই রহস্যের কোনো মিমাংসা মিসির আলি করতে পারেন না।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক