somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আরব নারী "

০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(পর্ব-১)
অসুস্থ বাংলাদেশি সহকর্মীকে দেখতে গিয়ে আল আইন হাসপাতালের সুবিশাল লিফটে উপরে উঠছি, আমি একাই আছি লিফটে। অতীব ধীর গতি আমাকে ঢাকা শহরের যানজট মনে করিয়ে দিল। আমার গন্তব্য পঞ্চম তলায়। দ্বিতীয় তলায় এসে দরজা খুলে গেল। দেখলাম আপাদমস্তক কালো বোরকাবৃত পাঁচজন মহিলা দাড়িয়ে আছেন।
তাদের দলনেতৃ(!) মুখে ঐতিহ্যবাহী নিকাব লাগানো, বুঝাগেল উনি মা। আমাকে উদ্দেশ্য করে দলনেতৃ মৃদু কিন্তু দৃঢ় হুঙ্কার দিয়ে বললেন-মুহাম্মদ বাররা! (মুহাম্মদ বের হও)
টু শব্দটি না করে বের হয়ে গেলাম আর তারা হুরমুড় করে ঢুকে পড়লো।
ভিতরে ঢুকে সবচেয়ে বড় মেয়েটি আমাকে ডাকলো-মুহাম্মদ ত্বায়াল, ত্বায়াল (আসো, আসো)।
আমি ঢুকতেই নাকের ডগা থেকে নিচের ঠোঁট পর্যন্ত সোনালি রংয়ের উল্টা V আকৃতির শক্ত ছাউনি লাগানো চাচী তার মেয়ের সাথে গজগজ শুরু করে দিলেল। কেন সে একজন গায়ের মাহরম (পরপুরুষ) কে ভিতরে ডাকলো, ওয়াল্লা হাদা হারাম, হাদা হারাম (এটা হারাম...হারাম)।
এবার মেয়ের বলার পালা, সেও শুরু করলো...ইয়া আম্মি, ইয়া আম্মি...সে কিন্তু আগে উঠেছিল, তুমি তাকে বের করে দিয়েছ, এটা তার হক্ক ছিল, তুমি তার হক্ক নষ্ট করবা? হাদা মাফি হারাম? (এটা কি হারাম না ?)
এবার চাচী তার গজগজ বন্ধ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলেন।
মুখের সোনালী রংয়ের শক্ত ছাউনিটা কপালের উপর সিঁথি থেকে একটা শক্ত কাঠির সাহায্যে ঝুলানো থাকে, এবং দুই গালের কিছু অংশ ঢেকে চিকন হয়ে কানের কাছে আটকানো থাকে। প্রাচীন কাল থেকে আরব মহিলারা এই নিকাব পরে আসলেও আধুনিক আরব মহিলারা এটা খুব কম পড়ে। বলা হয়ে থাকে এটা পড়া মানে বুঝানো যে উনি তার বর্তমান স্বামীর প্রথম স্ত্রী! আবার এর আরেকটা মানেও হয় - উনি বিধবা!
আরব দেশে আমার কর্ম জীবনে বহু জাতি ও বহু ভাষাভাসি মানুষের সাথে মিশেছি, তাদের পর্যবেক্ষণ করেছি, প্রয়োজনে, অপ্রয়োজনে কিংবা শুধুই কৌতুহল থেকে। তবে আরবের মানুষ, জীবনধারা, সমাজ একটু ব্যতিক্রম এটা সবার জানা কিন্তু তার মধ্যে আরবের নারী সারা বিশ্বে সম্পূর্ণ আলাদা ধরণের, ইউনিক বলা যায়। আমার "আরবের ডায়েরি" থেকে পাঠককে আরবের নারী সমাজ সমন্ধে একটু ধারণা দেই-
আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগে আরবে নারীদের কোন মান মর্যাদা ছিলনা, নবী সঃ এর আগমনে আবার আরব সমাজে ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হল। সেই থেকে আজ অবধি সন্মানের চোখে আছে বিশ্ব মুসলিম নারী তথা আরব নারী।
এদেশের ৯৯.৮% জনগণ শিক্ষিত, কমার্শিয়াল পাইলট, জঙ্গি বিমানের পাইলট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডুবুরি সব ক্ষেত্রেই এদেশের নারীরা আছেন।
মহিলারা এখানে গাড়ী চালায়, শেখ খলিফার (বর্তমান রাষ্ট্রপতি) মেয়ে ব্যক্তিগত হেলিকপ্টার চালিয়ে ঘুরে বেড়ায়। এদেশের নারীরা এন্টার্কটিকা, হিমালয় চূড়ায় পা রেখে ফেলেছে অনেক আগে। মহাকাশেও চলে যাবেন আমিরাতি নারী নভোচারী যিনি এখন নাসা'য় চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণরত আছেন।
আমি এদেশের (সংযুক্ত আরব আমিরাত) মহিলাদের খুবই ভদ্র এবং মার্জিত দেখেছি, সারাদিন তাদের মুখপানে চেয়ে থাকলেও চোখাচোখি হওয়ার কোন সম্ভাবনা নেই! এটা নিয়ে আপনার সাথে বাজি ধরা যেতে পারে! প্রয়োজন ছাড়া তারা অন্য পুরুষের দিকে তাকায় না।
লিফটে ঢুকে আপনাকে একা দেখলে সালাম দিয়ে প্রবেশ করবে। সাধারণত ইয়াং মহিলা, যারা চল্লিশের নিচে তারা বেশির ভাগ উচ্চ শিক্ষত এবং অমায়িক। ষাটোর্ধ মহিলারা অতিমাত্রায় রক্ষণশীল, তারা লিফটে আপনাকে একলা পেলে বলবে- ইয়াল্লা বাররা! এই যে, বের হও আমি যাব (যেমনটা প্রথমে লিখেছি)। এক্ষেত্রে চুপ করে বের হওয়াটাই ভদ্রতা। তারা কোন ভাবেই আপনার সাথে গমন করবেনা যদি তার সাথে কোন পুরুষ না থাকে। তারা সুপার মার্কেটেও (ফিক্সড প্রাইসের দোকানে) দামদর করবে, রাস্তার পাশে সবুজ ঘাসের সন্ধান পেলে ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ গাড়ী থামিয়ে ঘাস কাঁটবে (কাজের মেয়ে বা ছেলেকে দিয়ে) ছাগলের জন্য! বৃদ্ধ মহিলা যাদের কে "মামা" (মা) ডাকা হয়, তাদের কাছে পুলিশ অসহায়। তর্কে তারা আরব চ্যাম্পিয়ন!
কোন বিষয় নিয়ে আপনার সাথে তর্ক বেঁধে গেলে আপনার সকল যুক্তিকে কাঁচা খেজুর দেখিয়ে বলবে - "খাল্লি বাল্লি" ( বাদ দেও/ রাখ্ এসব/ আমি পরোয়া করিনা)
এদেশের ১৮ বছরের উর্ধ্বে প্রায় ৯০% মহিলার ড্রাইভিং লাইসেন্স আছে। রাস্তায় গাড়ীতে ৫০-৫০ নারী চালক দেখা যায়। পুরুষের গাড়ী থামালে নেমে গিয়ে পুলিশকে ডকুমেন্ট দেখাতে হয় কিন্তু মহিলাদের বেলায় পুলিশ নেমে আসে মহিলার গাড়ীর কাছে। এটা আরব মহিলা ছাড়াও সকল মহিলাদের বেলায় প্রযোজ্য। আর যদি মহিলার সাথে ছোট বাচ্চা থাকে তাহলে তার সময় নষ্ট না করে পরে যোগাযোগ করা হয়, যদি মহিলা চায়। কোন এক্সিডেন্ট হলে পুলিশ ঐ মা মহিলার মোবাইল নম্বর রেখে তাকে চলে যেতে বলবে, যদি ঐ মহিলা চায়।
"এক্সিডেন্ট ঘটালে"পুলিশ নেমে মহিলা চালকের গাড়ির কাছে আসার অবশ্য দ্বিতীয় আরেকটি কারণ আছে, সেটা না বললেও সমস্যা নেই।
২০১৫ সালে একজন ফিলিপিনা মহিলা একটি পিস্তল নিয়ে একটি মানি এক্সচেন্জে ডাকাতির চেষ্টা করে, পুলিশ এসে তাকে গ্রেফতার করে, হাতকড়া লাগানোর পর মহিলাটি মেঝেতে বসে পড়ে, তখন পুলিশ তাকে পাশে থাকা সোফা দেখিয়ে বলে- নিচে নয়, আপনি দয়াকরে এখানে বসুন। ইউটিউবে ভিডিওটা দেখলে এদেশে নারীদের প্রতি মানুষের (পুলিশের) আচরণ সমন্ধে বেশ ভালো ধারণা পাওয়া যাবে।
(ছবিঃ সংগৃহীত)
চলবে
ধন্যবাদ
মাসুদ আলম
০৮.০১.২০১৭
আল আইন, ইউএ
তথ্যসূত্র: মাসুদ আলম এর ফেসবুক ওয়াল থেকে কপি করা।

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তালেবান ও টিটিপি বিতর্ক: নূর আহমাদ নূরের ঢাকা সফর কি দিল্লির কোনো এজেন্ডা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৭


আসন্ন জাতীয় নির্বাচনের ডামাডোলের মাঝে আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তা নূর আহমাদ নূরের ঢাকা সফর বাংলাদেশের রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ময়দানে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে যখন পশ্চিমা বিশ্ব... ...বাকিটুকু পড়ুন

ওয়াজী হুজুররা যত ফুলেফেঁপে উঠেছে, তত বিপন্ন ও নিরন্ন হয়েছে লোকশিল্পীরা

লিখেছেন মিশু মিলন, ০১ লা জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৭



ওয়াজী হুজুরদের একচ্ছত্র আয়-রোজগারের পথে বড় বাধা ছিল গ্রামীণ মেলা, যাত্রা, পুতুলনাচ, সার্কাস। কোনো এলাকায় এসব অনুষ্ঠিত হলে সেই এলাকার মানুষ ওয়াজ শুনতে যেত না। বিকেল থেকে মাইকে ডাকাডাকি করলেও... ...বাকিটুকু পড়ুন

ইহকালে আল্লাহর ইবাদত না করলে পরকালে আল্লাহর ইবাদত করতেই হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা জানুয়ারি, ২০২৬ সকাল ৭:২৭



সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

* আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং তাদেরকে... ...বাকিটুকু পড়ুন

রমজান ও সিয়াম সাধনা: আধুনিক স্বাস্থ্য-বিজ্ঞানের আলোকে একটি সমন্বিত গবেষণা-বিশ্লেষণ, পর্ব-১

লিখেছেন নতুন নকিব, ০২ রা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৭

রমজান ও সিয়াম সাধনা: আধুনিক স্বাস্থ্য-বিজ্ঞানের আলোকে একটি সমন্বিত গবেষণা-বিশ্লেষণ, পর্ব-১

ছবি, অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা

রমজান মাসের ফরজ সিয়াম ইসলামের একটি মৌলিক ইবাদত। তবে সাম্প্রতিক দশকে এটি কেবল ধর্মীয় অনুশীলন হিসেবে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৮৮

লিখেছেন রাজীব নুর, ০২ রা জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৬



প্রিয় কন্যা আমার-
আজ তোমার জন্মদিন। হ্যা আজ ৩১ ডিসেম্বর তোমার জন্মদিন। আজ বিশেষ একটি দিন! এবার জন্মদিনে তুমি আছো তোমার নানা বাড়ি। আমি আজ ভীষন ব্যস্ত।... ...বাকিটুকু পড়ুন

×