সুহৃদ,
বাংলার সাহিত্যের সুবিশাল অঙ্গনকে সমৃদ্ধ করে রেখেছে আমাদের অগণিত লেখক, প্রবান্ধিক, ছড়াকার, কবি, সাহ্যিতিকরা তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে। আমরা একটি প্রকাশনার মাধ্যমে সেই ধারাকে করতে চাইছি আরো বেশি সমৃদ্ধ এবং প্রাণবন্ত, সেজন্য প্রয়োজন সহযোগিতা। এ ধারা গতিশীল করে চলেছেন আমাদের নবীন প্রবীন লেখক, প্রবান্ধিক, ছড়াকার, কবি, সাহ্যিতিক - সকলে সম্মিলিতভাবে। তাদের স্বতফুর্ত অংশগ্রহনের মাধ্যমে আমরা একটি বিশেষ সাহিত্য সংকলন প্রকাশ করবো আগামী ফেব্রুয়ারী ২০১১’র শেষভাগে। আপনার অপ্রকাশিত রচনাটি পাঠিয়ে দিন আমাদের। হতে পারে সেটি ছোট গল্প, কবিতা, ছড়া, স্মৃতিকথা, জীবনী, ভ্রমণকাহিনী ইত্যাদি। অবশ্যই লিখতে হবে সাদা কাগজে এবং দু’লাইনের মাঝখানে সমান ফাকা জায়গা রাখতে হবে। কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে। লেখার সাথে অবশ্যই আপনার এক কপি রঙিন ছবি, ডাক যোগাযোগের পূর্ণ ঠিকানা, ফোন/মুঠোফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জন্ম তারিখ একটি সাদা কাগজে লিখে সংযুক্ত করতে হবে। লেখা পাঠাতে হবে ডাকযোগে অথবা ইমেল এ। লেখা পাঠানোর শেষ তারিখ ৩১·০১·২০১১। প্রকাশিতব্য সংকলনটি অবশ্যই আপনাকে ডাকযোগে পাঠানো হবে।
লেখা পাঠানোর ঠিকানাঃ
সহ-সম্পাদক
সাপ্তাহিক শারদীয়া
৯/৩৩-বি (৯ম তলা)
ইষ্টার্ন প্লাজা, হাতিরপুল, ঢাকা।
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




