যখন বুকের পাঁজরে এক চিলতে কষ্টের বসবাস
দুঃসময়ের মুখোমুখি মানুষ
সীমাহীন দীর্ঘশ্বাস।
এখন দুঃসময়
অস্থিরতা গ্রাস করছে সময়কে- তাকে বেঁধে রাখা যায় না কিছুতে।
রাষ্ট্র, সমাজ, পরিবার
সব আজ চরম দেউলিয়াত্বের শেষ সীমায় পৌঁছে গেছে!
চারিদিকে জ্বলছে দাউ দাউ আগুন-
সে আগুনে পুড়ছে সব!
গাড়ি পুড়ছে
বাড়ি পুড়ছে
নগর বন্দর গ্রাম উজাড়!
মানুষ পুড়ছে
ফানুস পুড়ছে
জ্বলে-পুড়ে আজ একাকার।
নারী-পুরুষ, শিশু-কিশোর, বৃদ্ধ-যুবা কেউ আজ বাকি নেই পুড়তে!
বাস ট্রাক ট্রেন
কাঁচা-পাকা রাস্তাঘাট
মন্দির মসজিদ গির্জা
পুড়ছে সব। জ্বলে-পুড়ে সব ছারখার।
প্রিয় স্বদেশ জ্বলছে! গনগনে আগুনের লেলিহান শিখাতে
জ্বলছে সময়। কিছু আর বাকি নেই জ্বলতে!
সে আগুন
বঙ্গোপসাগরের সব জলেও নেভানো দায়!
তাই বুঝি আজ
মানবতাও পুড়ে পুড়ে ছাই ।।
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




