আহা জীবন,কেউ কেউ ভীষণ দুঃসাহস নিয়ে জন্মায়।৫৫ বছর বয়সে সে একটা জাতির জনক। সারা পৃথিবীর মানুষ তাকে সাহসী বীর হিসেবে চিনে শ্রদ্ধা করে। আবার সে বয়েসেই তাকে তার দেশের কিছু কুলাঙ্গার কাপুরুষের মতো রাতের অন্ধকারে স্বপরিবারে তাকে হত্যা করে। তাকে হত্যার পরে তার নামে হাজারটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তাদের এ হত্যাকান্ডটাকে বৈধতা দেওয়ার জন্য।
শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে পাকিস্তানের শাসনামলের ২৩ বছরের প্রায় ১৩ বছর কারাভোগ করেন। তিনি ১৮ বার জেলে গেছেন এবং মৃত্যুর মুখোমুখি হয়েছেন দুবার। জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা স্বায়ত্তশাসন পরিকল্পনা প্রস্তাব করেন, যাকে তৎকালীন পাকিস্তান সরকার একটি বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা হিসেবে ঘোষণা করেছিল।
যে নেতার বলিষ্ট নেতৃত্বে ৩০ লক্ষ মানুষ শহীদ হলো, ৩ লক্ষ মা-বোন সম্ভ্রম হারালো, বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ হলো।
আজ সে নেতার ভাস্কর্যে প্রস্রাব করে এ দেশের এক কুলাঙ্গার। ঘৃণা, রাগ, অপমান,লজ্জা এ দেশের মানুষ কি ভুলে যাবে?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


