গতদিন সারা বাংলাদেশব্যাপী ভিটামিন এ এবং কৃমিনাশক টিকা ০-৫ বছরের শিশুদের মাঝে বিতরন করা হয়েছে। তবে শুরু থেকেই এই টীকার মান নিয়ে অনেক প্রশ্ন ঊঠে। টীকাগুলো ভারতের OLIVE HEALTH CARE নামক কোম্পানী থেকে, যারা পূর্বে কখনো কোন দেশে ভিটামিন-এ ক্যাপসুল সরবরাহ করেনি। WHO(World Health Organization) এর লিস্টেও এই ভারতীয় কোম্পানীটির নাম নেই বলে জানা গেছে। বিতর্কিত এই ধরনের টীকা দান এর ব্যাপারে সরকার টীকাদানের পুর্বে কোন ধরনের মন্তব্য করে নি। এর আগেও বর্তমান সরকারের সময় আইলা আক্রান্ত দের মাঝে খাবার ও কানাডিয়ান কোম্পানির ঔষধ বিতরন করা হয়েছিল যা ছিল অত্যন্ত নিমন্মানের এবং ঔষধ খেয়ে অনেক শিশু মৃত্যুবরন করেছিল। সরকার নানাভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল ব্যাপারটাকে কিন্তু পরবর্তিতে এই ব্যাপারে নিঃসন্দেহ হওয়া গেছে যে এই কোম্পানী আইলা আক্রান্তদেরকে গিনিপিগ হিসেবে ব্যাবহার করেছিল। সেই সময় স্বাস্থমন্ত্রীকে তদন্ত কমিটির প্রধান রেখে কয়েকজন নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তারা ওই ওষুধের কোন দুষ খুজে পান নি বরং তারা আইলা আক্রান্ত শিশুদের পাকস্থলিতে সমস্যা খুজে পেয়েছিলেন,যার কারনে বিদেশী দামি ওষুধ তাদের হজম হয় নি উল্টা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল বলে তাদের মতামত ছিল। গতকালের টীকাদান কর্মসুচীর শেষে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং অনেক শিশু মারা গেছে বলে জানা যায়। দেশের বিভিন্ন হাসপাতালের অসুস্থ শিশুদের নিয়ে আসতে শুরু করেছেন আতংকিত অভিবাবকরা। আমাদের রিপোর্টার বিভিন্ন জায়গায় খুজ নিয়ে আমাদের জানিয়েছেন যে টীকা গ্রহনে কোন শিশু মারা যায় নি। আর এই ধরনের টীকা সেবনের পর শিশুদের বমি বমি ভাব এবং নানা ধরনের শারীরিক সমস্যা পরিলক্ষিত হয়, তবে সেটা খুবই সাময়িক সময়ের জন্য। অপেক্ষাকৃত দুর্বল শিশুদের আরো বেশি সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তবে সে ক্ষেত্রে নিকটস্থ চিকিৎসকদের সাথে যোগাযোগ করার পরামর্শ জানান তারা এবং তারা বলেছেন, গতকাল থেকে চলে আসা গুজবে অনেক অভিবাবক আতংকিত হয়ে দলে দলে হাসপাতালে এসেছেন।তবে এখন কোন বাচ্চা নিহত হয়েছে বলে জানা যায় নি। স্বাস্থমন্ত্রী আজকে এক বিবৃতিতে জানান যে, টীকা সম্পুর্ন ভাল মানের এবং এতে কারো কোন সমস্যা হয় নি এবং কোন কুচক্রীমহল এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগনকে বিভ্রান্ত করছে। স্বাস্থ মন্ত্রীর কথার বিশ্বাসযোগ্যতা নাই আর সেজন্যই আমরা পরবর্তিতে আরো সংবাদ সংগ্রহ করে আরেকটি রিপোর্ট প্রকাশ করব।
আলোচিত ব্লগ
সব দোষ শেখ হাসিনার !

অনেকদিন পর zahid takes এর ডা. জাহেদুর রহমানের এনালাইসিস ভিডিও দেখলাম। জুলাই আন্দোলনের পূর্বে বিশেষত যখন র্যাব স্যাংশন খায় তখন থেকেই উনার ভিডিও দেখা আরম্ভ করি। শেখ হাসিনা এবং আওয়ামী... ...বাকিটুকু পড়ুন
জামাত/ শিবির কারনামা-১✅

জামাত শিবির ২০০১ নির্বাচনের পরে নাজিরহাট বাজারে চল্লিশ জনের নামের তালিকা ঝুলিয়ে দিয়েছিল । যাদের হত্যা করবে তাদের নাম। বাবা কথাগুলো বলছিল মাকে, আমি ওখানেই ছিলাম। মা রান্না করছিলো,... ...বাকিটুকু পড়ুন
নিঝুম মজুমদার: সত্যের পক্ষে এক নির্ভীক কণ্ঠ
নিঝুম মজুমদার: সত্যের পক্ষে এক নির্ভীক কণ্ঠ
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যত দ্রুত বদলাচ্ছে, তত দ্রুতই বদলে যাচ্ছে সত্যের রূপ—কেউ লুকিয়ে ফেলতে চায়, কেউ বিকৃত করে, কেউ আবার নিজের স্বার্থে তা ব্যবহার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার মাঈনউদ্দিন মইনুলকে ১৩ বছর পুর্তি উপলক্ষে অভিনন্দন।

সামুর সুসময়ের আদর্শ ব্লগারদের মাঝে মাঈনউদ্দিন মইনুল হচ্ছেন একজন খুবই আধুনিক মনের ব্লগার; তিনি এখনো ব্লগে আছেন, পড়েন, কমেন্ট করেন, কম লেখেন। গত সপ্তাহে উনার ব্লগিং;এর ১৩ বছর পুর্ণ... ...বাকিটুকু পড়ুন
নিয়তির খেলায়: ইউনুস ও এনসিপিনামা

২০১৪ সালে মুক্তি পাওয়া আমেরিকান চলচ্চিত্র 'আনব্রোকেন' একটি সত্যি ঘটনার ওপর নির্মিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, আমেরিকান বোমারু বিমানের কিছু ক্রু একটি মিশন পরিচালনা করার সময় জাপানিজ যুদ্ধ বিমানের আঘাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।