"কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে" এই গানটি আমার প্রিয় গানগুলোর একটি। গভীর রাতে মাঝে মাঝেই আমি বারান্দায় ইজিচেয়ারে বসে এই গানটা শুনি। গানটিতে অন্যরকম একটা ভাললাগা রয়েছে। গানটির লিরিক আপনাদের সবার সাথে শেয়ার করলাম-
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, (২)
জোনাকীর আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে। (২)
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, (১)
কবিতার সাথে চৈত্রের রাতে, কেটেছে সময় হাত রেখে হাতে, (২)
সেই কথা ভেবে কিছুটা আমায় স্মৃতির নকশা বুনে,
জোনাকীর আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে।
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে,
অতিতের ছবি আঁকা হয়ে গেলে, তারে দেখি এই চোখ দুটি মেলে।(২)
পলাতক আমি কোথা চলে যাই, আধারের এগান শুনে
জোনাকীর আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে।
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে,(২)
জোনাকীর আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে। (২)
গানটি লিখেছেন: কাওসার আহমেদ চৌধুরী।
গেয়েছেন: সামিনা চৌধুরী
গানটি শুনতে পাবেন এখানে
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




