খুব অবাক লাগে আমার দেশের টাকা গুলোকে দেখতে, কোনটা ছেড়া, কোনটা পোড়া, কোনটা ফুটো, কোনটার উপর স্পষ্ট অক্ষরে লেখা থাকে বন্ধু / প্রেমিক / প্রেমিকা চাই মোবাইল নং ০১..................।। অন্য দেশের লোকেরা টাকা বা তার সম অর্থকে বেশ শ্রদ্ধা করে। তারা তাদের টাকাকে ভাঁজ পর্যন্ত করে না। কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের টাকার যতদুর ভাঁজ করা যায় ঠিক ততদুর ভাঁজ করি।
সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন দেখি যেখান থেকে আমরা সাধারন জনগন টাকা নিয়ে থাকি মানে ব্যাংক সেখানকার চিত্র তারা টাকাকে গার্ডার দিয়ে বেধে রাখার পরিবর্তে টাকাকে ফুটো করে দড়ি দিয়ে বেধে রাখছে অথবা বড় এক ধরনের ষ্ট্যাবলার দিয়ে পিন মেরে দিচ্ছে। যেখানে টাকা সবচেয়ে বেশি ভালো থাকার কথা সেখানেই শুরু হয় টাকার প্রথম ফুটো। আর এই সেলাই বা পিন দেওয়া টাকা সাধারন মানুষের কাছে আসছে তারা সেই সেলাই বা পিন খুলতেই টাকাকে ছিড়ে ফেলছে।
টাকা যখন একবার ফুটো হয় তখন ঐ জায়গা থেকেই শুরু হয় তার ছেড়ার সময়।
ছিড়তে ছিড়তে এক সময় ঐ টাকা আর চলে না তখন চলে যায় আবার তার জন্ম স্থানে।
আসুন আমরা এই টাকা ছেড়ার পদ্ধতি বন্ধ করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


