সোমবার ডিজিকন লজিস্টিকস লিমিটেড পরিদর্শনে গিয়ে জুনাইদ আহমেদ তরুণদের প্রশংসা করেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে
{ অনেক প্রতিবন্ধকতা পেরিয়েও তরুণরাই এগিয়ে নিচ্ছেন আউটসোর্সিং শিল্পকে } এ কথা বলেন।
জুনাইদ আহমেদ বলেন, ‘তারুণ্যই শক্তি, তারুণ্যেই অর্থনৈতিক মুক্তি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে আমরা বদ্ধ পরিকর। সরকারের সহযোগিতার ফলে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আউটসোর্সিং এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের তরুণরা মেধাবী ও দক্ষ।’
ডিজিকন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিকন বাংলাদেশে আউটসোর্সিংয়ে পথ প্রদর্শনকারী সংস্থা। তারা সততা, দক্ষতা ও যোগ্যতার সহিত কল সেন্টারের মাধ্যমে আউটসোর্সিং সেবা দিয়ে যাচ্ছে।
দেশে কল সেন্টারকে একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে গড়ে তুলতে কি কি বাধা রয়েছে তা জানতে চান প্রতিমন্ত্রী। আউটসোর্সিংকে এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপের কথাও জানান তিনি।
ডিজিকনের প্রধান নির্বাহী ওয়াহীদ শরীফ বলেন, ‘ডিজিকন স্যামসাং, টেলিটক, এয়ারটেল, ওলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বিভিন্ন মাল্টি-ন্যাশনাল কোম্পানিকে সেবা দিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




