সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সিবিএস শো ৬০ মিনিটস-এ জুকারবার্গ এই অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে তরুণ বিলিওনেয়ার হিসেবে খ্যাতি পাওয়া জুকারবার্গ-এর জীবনীভিত্তিক ছবি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ তৈরি হলে বিতর্কের জন্ম দেয়।
ছবিতে দেখানো হয়েছে, বর্তমানে ২৬ বছর বয়সী জুকারবার্গ ফেসবুক তৈরির সময় মেয়ে পটানোর জন্যই তৈরি করেছিলেন সাইটটি।
জুকারবার্গ জানিয়েছেন, ছবিতে দেখানো দৃশ্যগুলো বেশ মজাই লেগেছে। তবে তাতে বাস্তবের সঙ্গে কোনো সঙ্গতি নেই কেবল জুকারবার্গ প্রায় সবসময় টি শার্ট পড়েন, এই তথ্যটি ছাড়া!
জুকারবার্গ আরো বলেন, ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক‘ ছবিটির মুল বিষয়টিই ভুল। ছবির নির্মাতারা আমি কোনো মেয়েকে পেতে ফেসবুক তৈরি করেছি এমন বিষয়টিই তুলে এনেছেন। তিনি যুক্তি দেখিয়ে মন্তব্য করেন, নির্মাতারা একটি বিষয় এড়িয়ে গেছেন সেটি হলো- ফেসবুক তৈরির আগে থেকেই আমার গার্লফ্রেন্ড ছিলো।
উল্লেখ্য, ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবিটি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক-এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কাহিনী নিয়ে তৈরি।
জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুক প্রতিষ্ঠার এতো বছর পরে এই বিষয়টি নিয়ে শোরগোল তোলা ঠিক নয়। আমার শুনে খারাপ লাগছে, লোকজন আমার সম্পর্কে খারাপ ভাববে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




