
ছবি প্রতিকি
যে কৌশল নিয়ে আওয়ামীলিগ ধ্বংশ হয়েছে, বি এন পির নেতারাও বুঝে বা না বুঝে সেই পথেই হাটছে। মুক্তিযুদ্ধের পরের সরকার সব বিভাজন ভুলে ঐক্যবধ্যভাবে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। পরবর্তী সকল সরকার ও একই পথ অনুসরন করেছে। কিন্তু ৮ সালে আওয়ামীলিগ ক্ষমতায় এসে আবার বিভাজনের রাজনীতি শুরু করল। স্বপক্ষের ও বিপক্ষের দল। জনগন তাদের এই ন্যারেটিভ মেনে নেয় নি। আওয়ামী রাজনীতির শেষ ভুল ছিল ২৪ এর আন্দোলনকারী ছাত্রদের রাজাকার বলে সম্ভোদন করা।
দীর্ঘদিন বি এন পি জামায়াতের সাথে জোট করেছে। এই জোটে ভাঙ্গন ধরাতে আওয়ামীলিগ স্বাধীনতার বিপক্ষের শক্তি ন্যারেটিভ টি ব্যবহার করেছে। তখন বি এন পির প্রতিক্রিয়া ছিল জামায়াতের সাথে আওয়ামীলিগ ও জোট করেছে এক সময়। আওয়ামীলিগের এই পক্ষ বিপক্ষের উক্তি রাজনৈতিক ভাওতাবাজি মাত্র। জনগন ও আওয়ামীলিগের এই ন্যারেটিভ কখনো সমর্থন করেনি।
বর্তমান বি এন পি নেতৃবৃন্দ ও তাদের নেতা কর্মীদের দেখা যাচ্ছে আওয়ামীলিগের সেই পুরনো ন্যারেটিভ ব্যবহার করতে। এতে বি এন পির বেশ কিছু ক্ষতি হচ্ছে। জনগন একই প্রশ্ন করছে, জামায়াত খারাপ তো তোমরা তাদের সাথে জোট করেছিলে কেন? এতদিন কেন একসাথে চলেছ? এক সাথে সরকার গঠন করেছিলে? বি এন পির নেতা কর্মীদের কাছে এই প্রশ্নের উত্তর নেই। বি এন পির এই বর্তমান স্ট্যান্ড আওয়ামীলিগের ন্যারেটিভ ও কর্মকান্ড ও জাষ্টিফাই করে। যেটা সাধারন জনগন পছন্দ করে না।
জামায়াত এখন রাজনীতিতে বি এন পির প্রতিপক্ষ। সেটা হতেই পারে। কিন্তু বি এন পি যদি তার স্ট্যান্ড চেঞ্জ করে, সেটা বি এন পির ইমেজ ই নষ্ট করবে। জামায়াতের বিরোধিতা করার জন্য বি এন পি কে ভিন্ন কোন ন্যারেটিভ তৈরি করতে হবে। পুরনো আওয়ামী ন্যারেটিভ ব্যবহার করলে বি এন পি নিজেই বিশ্বাসযোগ্যতা হারাবে।
ভবিষ্যতে যদি কখনো বি এন পি ও জামায়াত কে আবার এক সাথে কাজ করতে হয়, এই ন্যারেটিভ তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। কর্মীরা তখন বিপদে পরবে। তারা মানুষের প্রশ্নের জবাব দিতে পারবে না। আবার জামায়াতের সাথে এক সাথে কাজ করাও তাদের জন্য কঠিন হয়ে পরবে। বি এন পি ও মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে।
সবচেয়ে বড় কথা, বি এন পির বর্তমান স্ট্যান্ড তার অতিত কর্মকান্ডকে বিশেষ করে খালেদা জিয়ার নীতিকে ভুল বলে স্বীকার করে নেয়া। সূতরাং বি এন পির উচিত নতুন কোন ন্যারেটিভ তৈরি করা, ধার করা নীতি বি এন পির জন্য হুমকি।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




