
বাংলাদেশের আমদানী রপ্তানীর প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন কেন্দ্র। আর আর সমগ্র বাংলাদেশের সাথে এই বন্দরের একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই মহাসড়ক চট্টগ্রাম বন্দর কে ঢাকা, সিলেট ও সমগ্র বাংলাদেশের সাথে যুক্ত করেছে। ভৌগলিক কারনে এই মহাসড়ক অত্যন্ত নিরাপত্তা ঝুকিতে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরে। যা ভারতীয় সীমান্ত থেকে আর্টিলারী এমনকি ভারী মেশিনগানের রেঞ্জের মধ্যে। যদি কখনো এই সীমান্তে ভারতের সাথে কোন সংঘাত হয় তখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ন এই মহাসড়ক বন্ধ হয়ে যাবে। বর্তমানে আমাদের এই মহাসড়কের কোন বিকল্পও নেই যে সংকটকালীন সময়ে আমরা ব্যবহার করতে পারব।
কিছুদিন আগেই এই মহাসড়ককে ৪ লেনে উন্নিত করা হয়েছে, যা ইতিমধ্যেই এর সক্ষমতার পুরোটা ব্যবহৃত হচ্ছে। এখন আবার আলোচনা চলছে এই মহাসড়ককে ৮ লেনে উন্নিত করার। এই নতুন কাজের সময় কর্তৃপক্ষের উচিত হবে এই চৌদ্দগ্রাম পয়েন্টে সড়ক কয়েক কিলোমিটার পশ্চিমে নিয়ে আসা। যাতে এটি যেকোন ধরনের সীমান্তবর্তী সংঘাত থেকে নিরাপদ থাকে। এটি জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ন।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




