অনেকেই বলে থাকেন যে ব্লগাররা মুক্ত চিন্তার মানুষ। নিজের চিন্তা, ভাবনা, ধারনা ইত্যাদিকে নির্ভর করেই তারা বিভিন্ন বিষয়ের ওপর লেখা-লেখি করে থাকেন। হতে পারে সেটা ধারনাপ্রসুত কিংবা বস্তুনিষ্ঠ (কখনও-কখনও) নয়। আবার তা সকলের পছন্দ হবে এমন নাও হতে পারে। সেটাই স্বাভাবিক। কিন্তু প্রায়:শই দেখা যায় কিছু ব্লগার লেখক বা লেখা পছন্দ না হলে গালাগালি করে থাকেন। সেটা কতটুকুন যৌক্তিক তা ভেবে দেখার অবকাশ থেকে যায়। সব ব্লগারই যে প্রতিষ্ঠিত লেখক তা কিন্তু নয়। ভুলত্রুটি তাকতেই পারে। লিখতে গেলে কোনো একটি রাজনৈতিক দল-ব্যক্তি-প্রতিষ্ঠানের পক্ষে যেতেই পারে তাই বলে আমরা সবাই যে ধামাধরা সেটা ভাবাকি ঠিক? বিশেষত আমাদের লেখনগিুলো আওয়ামি লীগ বা বিএনপি এর পক্ষে বা বিপক্ষে যেয়ে থাকে। তাই বলে লেখককে গালাগালি দিয়ে মন্তব্য করা কতটুকুন যৌক্তিক?
উভয় দলই দেশ পরিচালনা করেছেন। ভাল কাজ যেমন করেছেন তেমনি মন্দ কাজের তালিকাও কম হবেনা। কিন্তু আজকের আন্দোলন কোন একটি দলের বা ব্যাক্তির নয়। যে স্বাধীন বাংলাদেশে আমরা বাস করছি তার বিরুদ্ধাচরণ যারা করেছিল তারা দেশদ্রোহী। বিরুদ্ধাচরণ করতে গিয়ে যারা হত্যা-ধর্ষন-লুন্ঠন-অগ্নি সংযোগ করেছে তারা অপরাধী। ১৯৭১ ইং সালে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে এটা প্রতিষ্ঠিত সত্য। আলোচিত ব্যক্তিরা বিরুদ্ধাচরণ করেছে সেটাও প্রতিষ্ঠিত সত্যে --- তাহলে কেন তাদের বিচার করা হবেনা?
আসুন সত্যকে মেনে নেই। শাহবাগে প্রজন্ম চত্বরে দলমত নির্বিশেষে এক হই। আমাদের বড় পরিচয় আমরা বাঙালী-বাংলাদেশী। আমরা বিচার চাই সকল রাজাকারের --- সে যে দলের সদস্যই হোক না কেন। এবং সর্বচ্চ শাস্তির দাবী জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




