এই শহরে কতো মানুষ টাকা জমায়, কিন্তু দিনশেষে ভালোবাসার অভাবে ভোগে
আবার কতোজনেই খেটেখুটে ভালোবাসা জমায়, কিন্তু দিনশেষে টাকার অভাবে ভোগে
না মানুষ,না টাকা- কোনটিরই আমার দরকার নেই..
একফালি রুপালী চাঁদ, এক মুঠো সোনামাখা রোদ আর আকাশভাঙা কিছু বৃষ্টি চাই
একটা নদী, দূর্বা শিশির সকাল, মখমলের কাপরের মত ছুঁয়ে যাওয়া বাতাস, ঝরঝরা একটা বিকাল চাই..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


