এখন ওয়েব সাইটে যে কোন input Tag ও textarea ফিল্টতে বাংলা টাইপ করার ব্যবস্থা যোগ করতে পারবেন খুব সহজে banglaKeyboard.js লাইব্রেরি যোগ করে। banglaKeyboard.js হলো একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির, যা খুব কম কোড ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে এটি লোড হতেও বেশি সময় লাগে না।
কী ভাবে banglaKeyboard.js লাইব্রেরির টিকে আপনার ওয়েব সাইটে এড করবেন :
এটিকে যে কোন ওয়েবসাইটে এড করা খুবেই সহজ। শুধু নিছের কোডটি কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিন তা হলে এড হয়ে যাবে-
<!DOCTYPE html>
<html>
<head>
<title>ENGLISH TO BANGLA CONVERT KEYBOARD</title>
<!-- Add CDN in head tag -- >
<script src="https://static.staticsave.com/bangla/banglakeyboard.js"></script>
</head>
<body>
<h1>ENGLISH TO BANGLA CONVERT KEYBOARD</h1>
<div>Please type anything..</div><br>
<!-- Add banglaKeyboard in textarea tag -- >
<textarea id="tname" bengalikeyboard name="fildname" rows="10" cols="55"></textarea>
</body>
</html>
banglaKeyboard.js এর সুবিধা :-
1) এটি ইংরেজি কিবোর্ড ব্যবহার করে বাংলা টাইপের সুবিধার দেয়।
2)এটি একটি ফোনেটিক কীবোর্ড অর্থাত ইংরেজি শব্দ ব্যবহার করে বাংলা টাইপ করতে পারবেন।
3) pc এবং মোবাইল উভয়েই খুব ভালো ভাবে কাজ করে।
4) ব্যবহার করা খুব সহজ
আরো ভালো ভাবে দেখতে হলে GitHub এর এই পেজটি থেকে এক বার ঘুরে আসুন।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




