( মনে হয় জীবনে প্রথম একটি সত্য ঘটনা নিয়ে লিখলাম.........পড়ে কারো খারাপ লাগলে দুঃখিত )
এ জিনিসটা সত্য যে, কারও জন্য অপেক্ষা করতে থাকলে প্রতি মুহূর্তে সে অপেক্ষার প্রহর ধীরে ধীরে বাড়তে থাকে। আর যদি সে অপেক্ষা হয়ে থাকে একান্তই প্রিয়জনের জন্য, তবে তো আর কথাই নেই। একেকটি মুহূর্তকে মনে হয় একেকটি বছর। এখন সেরকম একটি প্রহর কাটাচ্ছি আমি। প্রতিবারই মনে হচ্ছে, ৩১ তারিখ কবে আসবে......কবে তোমার ছুটি হবে। ৩১ তারিখ আসতে এখনও ৮-৯ দিনের মত বাকি, অথচ আমার মনে হচ্ছে এখনও যেন আমার সামনে ৮-৯টা বছর পড়ে আছে। অপেক্ষার প্রহরগুলো কেন যে এত্তো দীর্ঘ হয়!
একমাস আগে তুমি যখন চলে গেলে, তখন বারবার আমাকে বলছিলে, “ মাত্র তো একটা মাসই, দেখতে দেখতে চলে যাবে......মনে করবে আমি তোমার পাশেই আছি, সারাক্ষণ, সবসময়......আমার জন্য কোন চিন্তা করবে না। “ তখন সহজেই বলেছিলাম, “ দেখে নিও, আমি তোমার জন্য কোন চিন্তাই করবোনা। “ হয়ত তুমি কিছুটা মন খারাপ করেছিলে তখন। একমাস আগের ঐ কথা চিন্তা করলে নিজের উপর অবাক লাগে। তোমাকে যে এত্তো মিস করব, এ কথাটা তখন হয়ত আমার চিন্তার বাইরে ছিল। যদিও এর আগে ঘটে যাওয়া একটা ভুল বোঝাবুঝির ঘটনার জন্য তোমার উপর বেশ ক্ষুব্ধও ছিলাম আমি। তাই হয়ত সহজেই তোমাকে বিদায় দিতে পেরেছিলাম আমি।
কেন জানি আজ আমাদের প্রেমের প্রথম দিকের কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে তোমার সাথে প্রথম দেখা হওয়ার স্মৃতি। টানা এক ঘন্টা আমি তোমার বাসার রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলাম। তোমার ফোনে (মানে তোমার মা’র ফোনে) প্রতি মিনিটে মিনিটে মেসেজ পাঠাচ্ছি। ওইদিনের এক ঘন্টাকে মনে হচ্ছিল পুরো এক মাসের মত। অবশেষে তুমি এলে, অপেক্ষার প্রহর শেষে। এখনও মনে আছে আমার, পুরো ভীতচকিত হরিনীর মত লাগছিল তোমাকে। তারপর অনেক কথাই হল তোমার সাথে। স্বল্প সময়ের জন্য তোমার হাতটুকু আমার হাতের মুঠোয় পেয়েছিলাম। জীবনে প্রথমবারের মত ভালবেসে কারও হাত ধরলাম। আমার মনে আছে এখনও, তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পরপরই তোমার মেসেজের কথা.........” আমি চাই এর পরেরবার এসে আবার তুমি আমার হাত ধর.........এবার দুই হাত। “ এখনও এই কথা মনে পরলে এক অজানা ভালবাসায় ভরে যায় আমার হৃদয়।
যতই দিন যাচ্ছে, ততই আমাকে অবাক করছ তুমি......বুঝিয়ে দিচ্ছ তোমার ভালবাসার গভীরতা। এ ভালবাসার খেলায় অপরাজিত বিজয়ী হচ্ছ তুমি......তোমার কাছাকাছি থাকার সাধ্যটুকুও নেই আমার। জানিনা তোমার ভালবাসার প্রতিদান আমি দিতে পারব কিনা। যতই দূরে যাও আমার, সবসময়ই তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে, তোমার স্মৃতিগুলোর মাঝে। সবসময়ই তোমার স্মৃতিগুলো মনে করিয়ে দিবে আমার জীবনে তোমার অস্তিত্ব। ভালোবাসি তোমায়......ভালোবাসি......ভালোবাসি......।
**************************************************
আজ ৩১ শে ডিসেম্বর, ২০১৩। শীতের পড়ন্ত বিকাল তখন। একটি মেয়ে একা একা হাঁটছে তাদের বাড়ির ছাদে। তার হাতে একটি ডায়েরী। কিছুক্ষণ আগেই সে ডায়েরীটা পড়া শেষ করল। তার ঝরে পরা অশ্রুকণাগুলো শেষ বিকালের আলোয় চিকচিক করছিল। সেও হয়ত ভাবতে পারেনি তার ভালবাসার মানুষ এত তাড়াতাড়িই তাকে ছেড়ে চলে যাবে। হয়ত তার স্বপ্নগুলোও তার ভালবাসার মানুষের সাথে চলে গেছে না ফেরার দেশে।
কিছুক্ষণ পর সে তাকাল সন্ধ্যার আবির রাঙা আকাশের দিকে......হয়ত সে তখন খুঁজছিল তার ভালবাসার মানুষের হারিয়ে যাওয়া মুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




