
চিটাগং কিংসের স্বত্বাধিকারির বক্তব্যে বেরিয়ে আসে অনেক না শোন না কথা। সামির কাদের চৌধুরী বললেন, ‘আমি একজন মালিক হিসেবে তিন চারবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছি। অপরিচিত ফোন থেকে ওই প্রস্তাব পাওয়ার বিষয়টি বিপিএল দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাই। সম্ভাব্য যে স্পট ফিক্সার ধরা পড়েছে তা আমাদের মধ্যমে, বিপিএলের কর্মকর্তারা ধরেনি। ওই বিষয়টি এখন কি অবস্থায় আছে তাও জানি না। বিপিএল এখন আমার কাছে অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছে।’
একদিন পরেই শেষ হচ্ছে বিপিএলের প্রথম আসর। অথচ এখনও ফ্রেঞ্চাইজি দলগুলোর সঙ্গে কোন চুক্তি হয়নি গেম অন বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে। সামির কাদের চৌধুরী তো বলেই দিলেন তারা আর চুক্তি করবেন না, ‘পুরো বিপিএল যেভাবে চলছে তাতে মনে হয় না আমরা চুক্তিতে সাক্ষর করবো। বরং আমাদের টাকা ফেরত দিলে লাল সালাম দিয়ে বিপিএল ছেড়ে চলে যাবো।’
এই হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র সাতকাহন। সকালে এক বিকেলে আরেক। খেলার অন্তরালে ব্যবসা। ক্রিকেট বোর্ডের চেয়ে ব্যক্তিবিশেষের আগ্রহই যেখানে বেশি।
ম্যাচ পাতানো নিয়ে বিসিবি কিছু করছে না বলে অভিযোগ সামিরের। তিনি বলেন, “পাকিস্তানের যে সন্দেভাজন একজন নাগরিককে ধরা হয়েছে সেটা কিন্তু বিসিবির কৃতিত্ব নয়। চট্টগ্রাম কিংস তাকে ধরিয়ে দিয়েছে। কিন্তু তারপর থেকে ওই ব্যাপারে আমাদের আর কিছু জানানো হচ্ছে না।”
চট্টগ্রাম কিংসের কোচ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ বলেন, “এখন পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু উত্তর দিতে পারেননি কর্তৃপক্ষ। যারা ঠিকভাবে টুর্নামেন্ট চালাতে পারেন না তাদের ওই সব পদে থাকার নৈতিক অধিকার আছে কি?”
ঢাকা গ্ল্যাডিয়েটর্সের শফিকুল হক সাংবাদিকদের জানান, নিয়ম ভঙ্গ করে যদি চট্টগ্রাম কিংসকে বাদ দেওয়া হয়, তবে চট্টগ্রামের প্রতি তাদের সমর্থন থাকবে।
দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহী মুখোমুখি হবে বরিশাল বার্নাসের।
শফিকুলের মতোই চট্টগ্রামের প্রতি সমর্থনের কথা জানিয়ে রাজশাহী দলের ব্যবস্থাপক ফারুক সাংবাদিকদের বলেছেন, তারা সেমিফাইনাল ম্যাচে অংশ নিচ্ছেন।
Click This Link
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




