আসন্ন সংসদ নির্বাচন ২০০৮ নিয়ে গ্রুপ ব্লগ "নির্বাচন"ঃ আমি অত্যন্ত আনন্দিত যে আজ থেকে সামহোয়্যার ইন... ও বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজী দৈনিক New Age যৌথভাবে চালু করতে যচ্ছে নির্বাচন সংক্রান্ত নতুন গ্রুপ ব্লগ "নির্বাচন"। New Age ও সামহোয়্যার ইন... কর্তৃপক্ষ যৌথভাবে গ্রুপ ব্লগটি পরিচালনা করবে। "বাঁধ ভাঙার আওয়াজ" এর অন্যান্য বিষয়ভিত্তিক গ্রুপগুলোর মতোই সামহোয়্যার ইন... এর সকল সদস্যদের মতো আমিও এখানে লিখতে ও মন্তব্য করতে পারবো।
"নির্বাচন" গ্রুপ ব্লগে লেখার সময় নিচের নিয়মগুলো অনুসরণ করতে ব্লগ কর্তৃপক্ষ অনুরোধ করেছেন। আমি মনে করি এই নিয়মগুলো শুধু অনুরোধ হিসেবে নয়, নির্দেশ হিসেবে মান্য করা উচিত। তাহলে আমরা সকলেই লিখতে পারবো।
১. আপনার পোস্ট বা মন্তব্য অবশ্যই নির্বাচন সংশ্লিষ্ট হতে হবে।
২. পোস্ট কিংবা মন্তব্যে কোন অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।
৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহনযোগ্য নয়।
৪. কোন নির্বাচনী প্রার্থী সম্পর্কে ভিত্তিহীন দোষারোপ করা যাবে না।
৫. কোন জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্মকে আক্রমণ করে কোন লেখা দয়া যাবে না।
৬. এমন কোন লেখা প্রকাশ করা যাবে না যা দেশবিরোধী কিংবা সন্ত্রাসী কর্মকান্ডকে উৎসাহিত করে।
নির্বাচন ২০০৮ বিষয়টি আমাদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক ততটুকুই স্পর্শকাতর। কাজেই "নির্বাচন" গ্রুপে লেখার সময় তথ্যের বস্তুনিষ্ঠতা ও অন্যদের মতামতের প্রতি পারস্পরিক সহনশীল হওয়া উচিত।
গ্রুপের লেখাগুলো বিষয় সংশ্লিষ্টতা ও সুস্হ পরিবেশ বজায় রাখার জন্য পোস্ট ও মন্তব্য গ্রুপ এডমিনের পর্যবেক্ষণ সাপেক্ষে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। এ কারণে গ্রুপে আমার লেখা প্রকাশিত হতে কিছুটা বিলম্বও হয়, তাহলে তাতে আমার কোনো অসুবিধা নাই। নিশ্চয়ই অন্যেরও অসুবিধা হওয়ার কথা নয়।।
কর্তৃপক্ষকে ধন্যবাদ।।
শুভ ব্লগিং
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




